World

এ দেশে পোশাক পরে সানবাথ নিতে হয়, পোশাক খুললেই বিপদ

সমুদ্রের ধারে সূর্যস্নান করতে গিয়ে অনেক সময় মহিলা ও পুরুষ উভয়েই উর্ধ্বাঙ্গ অনাবৃত করে ফেলেন। কিন্তু এ দেশে সমুদ্রতট স্বর্গীয় হলেও পোশাক খোলা যায়না।

সমুদ্রের ধারে সোনালি বালুকাবেলায় অনেক সময়ই বিদেশিদের সূর্যস্নান করতে দেখা যায়। সহজ কথায় বালির ওপর শুয়ে সূর্যের রোদ গায়ে মাখা। যাতে সেই রোদ সারা গায়ে লাগে সেজন্য নারী পুরুষ নির্বিশেষে অনেকে সময়ই উর্ধ্বাঙ্গ অনাবৃত করে অর্থাৎ কোমরের উপরের অংশের পোশাক খুলে ফেলে শুয়ে থাকেন বালির ওপর।

এমনটা করতে তাঁরা কুণ্ঠাবোধও করেননা। এঁরা যখন বেড়াতে কোনও দেশে হাজির হন তখন সেখানেও তাঁরা এমনভাবে নিজের মত করে সূর্যস্নান করতে পছন্দ করেন। এটা মহিলাদের ক্ষেত্রে অনেকেই ভাল চোখে নেন না। কিন্তু পুরুষ হলে সেভাবে কেউ ভেবে দেখেননা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ফিজি কিন্তু এমন একটা দেশ যেখানে পুরুষ হোন বা নারী, কেউই সমুদ্রের ধারে সূর্যস্নান বা সানবাথ নেওয়ার জন্য শরীরের উপরের অংশকে অনাবৃত করতে পারেননা। এটা সে দেশে আইনত দণ্ডনীয়।

নারীরা তো নয়ই, এমনকি পুরুষদেরও কাঁধ পর্যন্ত ঢাকা পোশাক পরেই সূর্যস্নান নিতে হয়। এটাই সেখানকার রীতি।

এমনকি কোনও গ্রামে প্রবেশ করতে গেলেও ফিজি-তে কমপক্ষে কাঁধ থেকে হাঁটু পর্যন্ত ঢাকা পোশাকে প্রবেশ করতে হয়।

যেখানে অনেক দেশেই টপলেস সূর্যস্নান এক প্রচলিত অভ্যাস সেখানে ফিজিতে কিন্তু টপলেস হলেই বিপদ। তাই বেড়াতে যদি ফিজির সৌন্দর্য উপভোগ করতে হয়, তাহলে পোশাকের বিষয়ে বিশেষ নজর দিতেই হবে। সঠিক পোশাক ফিজিতে বেড়ানোর অন্যতম শর্ত।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *