Sports

আন্তর্জাতিক ফুটবলে পাক ফুটবল দলকে ‘ব্যান’ করল ফিফা

আন্তর্জাতিক ফুটবলে অংশ নিতে পারবে না পাকিস্তানের ফুটবল দল। একথা জানিয়ে দিল ফিফা। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্তের কারণও পরিস্কার করে দিয়েছে। বর্তমান পাক ফুটবল ফেডারেশনে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানতে নারাজ ফিফা। তাদের নিয়ম হল যে কোনও দেশের ফুটবল ফেডারেশনের হাতেই তার অ্যাকাউন্টস থেকে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এখন পিএফএফ আদালতের নিয়োগ করা এক প্রশাসকের নিয়ন্ত্রণাধীন। ফলে পিএফএফ-এর নিজস্ব কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই।

এই অবস্থা যতদিন বজায় থাকবে ততদিন আন্তর্জাতিক ফুটবল দুনিয়া থেকে পাকিস্তানকে দূরেই থাকতে হবে। ব্যান হয়ে থাকবে পাক দল। পরে যদি কখনও আদালত নিয়োজিত প্রশাসক সরে গিয়ে পিএফএফ নিজের হাতে সব ক্ষমতা পায়, তখন ফিফার কাছে আবেদন করলে অবস্থা পর্যালোচনা করে ফিফা ব্যান তুলে নিতে পারে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button