Entertainment

দেশে এই প্রথম গুহার মধ্যে হল গানের জলসা, দেখতে গুহায় ঢুকলেন সঙ্গীতপ্রেমীরা

এ দেশ এমন ঘটনা এর আগে দেখেনি। এই প্রথম কোনও গুহার মধ্যে পাথরের খাঁজে খাঁজে বসল সঙ্গীতের আসর। গান শুনতে গুহায় ঢুকলেন অনেকে।

গুহার মধ্যে গানের জলসা! অবশ্যই অবাক করা কাণ্ড। তবে আবার এক নতুনত্বও বহন করছে এই গানের আসর। একটা জঙ্গলঘেরা এলাকায় সারিসারি পাহাড়ের মধ্যে একটি পাহাড়ের গুহার ভিতরে ঢুকেও যে গানের আসর বসতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন। তবে এটাই হয়েছে।

এই গানের অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় অনেক উদীয়মান সঙ্গীতশিল্পী। গানের সঙ্গে বাজনা যাঁরা বাজাচ্ছিলেন তাঁরাও গুহার ফাঁকে ফোঁকরে নিজের বাদ্য বা বাদ্যযন্ত্র নিয়ে বসেন।


এভাবেই চলে এই গুহা জলসার আসর। যা শুনতেও মানুষজন হাজির হন। অনেকে আসেন এটা দেখতে যে গুহার মধ্যে গানের জলসা দেখতে কেমন হয়।

মেঘালয়ের সোহরায় রয়েছে বিখ্যাত আরওয়া গুহা। প্রাকৃতিকভাবে তৈরি এই গুহায় এভাবে একটি গানের জলসা বসা ভারতে এই প্রথম হল। এমন ভাবনা এর আগে দেখা যায়নি।


তবে এই গানের জলসা কেবলই একটি চমক নয়, এর পিছনে রয়েছে বৃহৎ উদ্দেশ্য। প্রথমত এভাবে গুহায় গানের জলসার মধ্যে দিয়ে প্রকৃতিকে বাঁচানোর একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন উদ্যোক্তারা। সেইসঙ্গে মেঘালয়ে অনেক পর্যটক হাজির হন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য প্রাণভরে উপভোগ করতে। তাঁদের নতুন আকর্ষণে আকর্ষিত করতেও এই গুহা জলসার আয়োজন।

সেইসঙ্গে এই আসরে অনেক স্থানীয় তরুণ প্রতিভারা গান গাওয়ার সুযোগ পেয়েছেন। এভাবে তাঁরা প্রতিভা গুণে নজরেও পড়তে পারেন। যার হাত ধরে আগামী দিনে তাঁরা বড় গায়ক বা গায়িকা হয়ে ওঠার সুযোগ পেতে পারেন। গত ১৬ জুলাই বসেছিল এই অভিনব গুহা গানের আসর।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button