World

ছেলের প্রেমিকা করোনা আক্রান্ত, ট্রাম্পের সংসারেও আইসোলেশন

ছেলের প্রেমিকা করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছেন। ফলে চিন্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র নামেই পরিচিত। ট্রাম্প সাম্রাজ্যের ব্যবসার একটা বড় অংশ তিনিই সামলান। সেইসঙ্গে তিনি একজন টিভি তারকাও। সেই ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের প্রেমিকা কিম্বারলি গালফয়েল। কিম্বারলি আবার একজন শীর্ষ ট্রাম্প ক্যাম্পেন অফিসিয়ালও। ফলে তিনি ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সফরে হাজির থাকেন। সেই কিম্বারলি এবার করোনা পজিটিভ হিসাবে ধরা পড়লেন। যা প্রকারান্তরে ট্রাম্পের সংসারের জন্যই চিন্তার কারণ হল।

কিম্বারলিকে ইতিমধ্যেই আইসোলেশনে পাঠানো হয়েছে। তার আগে মার্কিন স্বাধীনতা দিবস ৪ জুলাইয়ের প্রস্তুতিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাউন্ট রাসমোরে তিনি ছিলেন বটে শুক্রবার, তবে তিনি ট্রাম্পের সংস্পর্শে কখনই আসেননি বলে জানানো হয়েছে। এও জানানো হয়েছে যে কিম্বারলি এদিন এয়ার ফোর্স ওয়ান-এ প্রেসিডেন্টের সঙ্গে সফর করেননি। কিম্বারলির করোনা পজিটিভ ধরা পড়লেও তিনি অ্যাসিম্পটোমেটিক বা উপসর্গহীন।

কিম্বারলি করোনা পজিটিভ হওয়ার পর তাঁর সব সফর বাতিল করেছেন। আর তাঁর সঙ্গে সফর বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র-ও। তিনিও আপাতত আইসোলেশনে রয়েছেন। তবে তাঁর করোনা পরীক্ষার পল নেগেটিভ এসেছে। কিন্তু পর্যবেক্ষণে থাকার জন্য আপাতত গৃহবন্দি ট্রাম্প জুনিয়র। সব মিলিয়ে ট্রাম্পের পরিবারে করোনার কালো ছায়া পড়েই গেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button