নতুন বছরকে স্বাগত জানাতে নষ্ট হওয়া কাপপ্লেট জমান এ দেশের মানুষ
নতুন বছরকে স্বাগত জানাতে কেউ কাপপ্লেট জমাচ্ছেন। বিষয়টা তেমন তালগোল পাকানো মনে হতে পারে। কিন্তু এটাই ঘটে এ দেশে।
সারাবছরে নানা সময়ে অনেক কাচের কাপপ্লেট ব্যবহারযোগ্য থাকেনা বলে সেগুলিকে ফেলে দেওয়া হয়। সেখানে নতুন কাপপ্লেট আনা হয়। নষ্ট হওয়া কাপপ্লেট সাধারণভাবে জঞ্জালে ফেলে দেওয়া হয়। কিন্তু বিশ্বের একটি দেশের মানুষ তা করেননা। কাচের কাপপ্লেট সারা বছরে যা নষ্ট হয় তা তাঁরা সযত্নে রেখে দেন বছর শেষের জন্য। কেন জানেন?
কারণ বছর শেষে তাঁরা যাতে তা ভাঙতে পারেন। তাও আবার নিজের বাড়িতে নয়। পরের বাড়ির দোরগোড়ায়। অবাক হলেও এটাই সত্যি।
কেউ বাড়িতে সারাবছর ধরে জমানো কাপপ্লেট নিজের বাড়িতে বা নিজের বাড়ির সামনে ভাঙেন না। ভাঙেন বন্ধু বা আত্মীয় পরিজনদের বাড়ির দরজার সামনে।
সেখানে সেসব ভেঙে জঞ্জালের স্তূপ তৈরি হয়। তবে তার জন্য যাঁর বাড়ির সামনে ভাঙা হচ্ছে তিনি একেবারেই ক্ষুব্ধ হন না। বরং চান কেউ তাঁর বাড়ির সামনে এমন কাপ ডিশ ভেঙে ফেলে যান।
ডেনমার্কের এটা প্রাচীন বিশ্বাস যে নতুন বছর শুরুর মুখে যদি পরিচিত কেউ তাঁর বাড়ির সামনে কাপ ডিশ ভেঙে রেখে যান এবং সেই ভাঙা কাপ ডিশের স্তূপ যত বেশি হবে, ততই তাঁদের জন্য নতুন বছর আরও ভাল হবে।
ডেনমার্কের মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে এমন এক আজব প্রথার পাশাপাশি একটি বিশেষ খাবার খেয়ে থাকেন। তাঁরা নতুন বছরকে স্বাগত জানান সিদ্ধ করা কড মাছ খেয়ে।