Lifestyle

হোটেলের ঘরে মানুষ সাধারণত কি ফেলে যান, এমন কিছুও ফেলে যান যা ভাবনার অতীত

হোটেল ছাড়ার সময় ঘরে অনেক কিছুই ফেলে যান অতিথিরা। সাধারণভাবে কি ফেলে যান, এমন কি ফেলে গেছেন অতিথি যা ভাবনার অতীত। সামনে এল তালিকা।

ঘুরতে গিয়ে হোক বা অফিসের কাজে বা ব্যবসায়িক প্রয়োজনে। হোটেলেই থাকেন মানুষজন। হোটেলের ঘরে অনেক জিনিস ফেলেও আসেন। হোটেল ছাড়ার সময় গোছাতে গিয়ে সাধারণত কি সঙ্গে নিয়ে যেতে ভুলে যান মানুষজন?

বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৪০০টি হোটেলের কর্মীদের অভিজ্ঞতার ভিত্তিতে তার একটি তালিকা প্রকাশ করেছে হোটেল ডট কম নামে একটি ওয়েবসাইট। কি কি এমন জিনিস রয়েছে যা সবচেয়ে বেশি ভোলেন অতিথিরা?


দেখা গেছে ফোনের চার্জার, মেক আপের জিনিস, প্রসাধনী, পাওয়ার অ্যাডাপ্টার সবচেয়ে বেশি ভুলে যান মানুষ। অতিথি ঘর ছাড়ার পর তা পরিস্কার করতে গিয়ে এগুলো সবচেয়ে বেশি উদ্ধার হয় হোটেলের ঘর থেকে। আবার এমনও কিছু জিনিস হোটেলের ঘরে ফেলে গেছেন বলে দেখা গেছে অতিথিরা যা দেখে হোটেল কর্মীরাও হতবাক হয়ে গেছেন।

সেসব আজব জিনিসের মধ্যে রয়েছে দাঁতের পাটি, বাগদানের আংটি, ৫০ কোটি টাকা দামের ঘড়ি, ব্যাগ ভর্তি টাকা, গাড়ির টায়ার, দামি গাড়ির কাগজপত্র। এসবও হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে।


আরও যা উদ্ধার হয়েছে তাতে কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গিয়েছিলেন হোটেল কর্মীরা। এটাও হোটেলের ঘরে ফেলে যাওয়া যায়! দেখা গেছে একটি হোটেলের ঘর থেকে একটি বড় চেহারার পোষা গোসাপ ও তার ছানা উদ্ধার হয়েছে।

তা উদ্ধারের পর হোটেলের তরফে খোঁজ করে তাদের মালিকের হাতে তুলেও দেওয়া হয়। এমনই সব আজব জিনিসপত্র অতিথিরা হোটেলের ঘরে ফেলে রেখে ভুলে হোটেল ছাড়েন বলে জানিয়েছে হোটেল ডট কম।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button