Lifestyle

যানজটে বসে না থেকে বিরক্তি কাটাতে অভিনব উপায় নিলেন তরুণী

যানজটে ঠায় বসে থাকতে আর কার ভাল লাগে। বিরক্তি কাটাতে এক তরুণী নেমে পড়েন অটো থেকে। তারপর তিনি যা করলেন তা দেখে খুশি অনেকেই।

যানজটে আটকে থাকার বিরক্তিকর অভিজ্ঞতা কমবেশি সকলেরই আছে। মনে হয় কখন জ্যাম কাটবে। কখন গন্তব্যে পৌঁছবেন। এই ঠায় বাসে হোক বা গাড়িতে বা অটোতে বসে থাকার একঘেয়েমি কাটাতে এক তরুণী যা করলেন তা বহু মানুষেরই মন ভাল করে দিয়েছে।

বেঙ্গালুরু শহরের ট্রাফিক জ্যাম বিখ্যাত। একবার আটকে গেলে কখন যে গন্তব্যে পৌঁছনো যাবে তা কারও জানা নেই। একটি অটোতে বন্ধুর সঙ্গে সফর করার সময় এমনই ট্রাফিক জ্যামে আটকে পড়েন ওই তরুণী।


ঠায় অটোতে বসে না থেকে তিনি দেখেন রাস্তার ধারেই গানের তালে কয়েকজন নাচছেন। সকলেই অচেনা। তবে তরুণী আর অপেক্ষা করেননি। অটো থেকে নেমে তাঁদের সঙ্গে মিশে নাচতে শুরু করে দেন।

ফুটপাথে সেই নাচ পথচলতি অনেককেই কিছুক্ষণের জন্য থমকে দেয়। তরুণী বেশ কিছুক্ষণ নাচেন সেখানে। তারপর যানজট কেটে অটো এগোতে শুরু করতেই তিনি নাচ থামিয়ে ফের এসে অটোতে চড়ে যান।


যানজটে অটো যতক্ষণ দাঁড়িয়ে রইল ততক্ষণ তিনি নেচে নিলেন নিজের মত করে। বেঙ্গালুরুর ওই তরুণীর এই কাণ্ড দেখে অনেকেই আনন্দ পেয়েছেন।

খোলা মনে তাঁর এই নাচতে নেমে যাওয়া এবং যানজটে বসে থাকার ক্লান্তি এভাবে মুছে ফেলায় সকলেই আনন্দিত। জীবনে চলার পথে এমন হঠাৎ আসা ছোট ছোট আনন্দগুলো উপভোগ করাটাও জীবনের এক উদযাপন বলে মনে করছেন অনেকে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button