State

ডেঙ্গিতে মৃত রবীন্দ্রভারতীর ছাত্রী

ডেঙ্গিতে মৃতের সংখ্যা আরও বাড়ল। মঙ্গলবার ডেঙ্গিতে মৃত্যু হল রবীন্দ্রভারতীর বিশ্ববিদ্যালয়ের বাংলা স্নাতকোত্তর বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সৃজা ঘোষের। সল্টলেকে রবীন্দ্রভারতীর হস্টেলে থেকে পড়াশোনা করতেন জয়রামবাটির মেয়ে সৃজা। সেখানেই তাঁর ঠান্ডা লেগে জ্বর হয়। তাই অভিভাবকরা তাঁকে হস্টেলে ফেলে না রেখে বাড়িতে নিয়ে যান। সেখানে অসুস্থতা বাড়ায় তাঁকে প্রথমে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে আসছিলেন তাঁর পরিবারের লোকজন। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় ওই তরুণীর। এদিকে ডেঙ্গি প্রতিরোধে আরও কড়া হচ্ছে পুরসভা। স্বাস্থ্যকেন্দ্রে দেরিতে এলে চিকিৎসকদের বরখাস্ত করা হবে বলে ফতোয়া জারি করেছে কলকাতা পুরসভা। এদিন সল্টলেকের ভারতীয় বিদ্যাভবনে সাফাই কাজ সম্পূর্ণ হয়। সাফাই কেমন হয়েছে তা ঘুরে দেখে যান স্থানীয় কাউন্সিলর। এদিকে স্কুলের ভিতরের সাফাই নিয়ে অভিভাবকরা সন্তুষ্ট হলেও স্কুলের বাইরের অপরিচ্ছন্নতা নিয়ে ক্ষুব্ধ তাঁরা। এদিন কাউন্সিলর স্কুল পরিদর্শনে এলে তাঁকে ঘিরে বিক্ষোভও দেখান অভিভাবকরা। ফের বুধবার থেকে খুলছে স্কুল। ১৬ অগাস্ট থেকে প্রাথমিকের ক্লাসও শুরু করছে স্কুল কর্তৃপক্ষ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *