National

চলন্ত ট্রেনের ছাদ কেটে ‘ফিল্মি’ ডাকাতি

অনিল কাপুরের ‘রূপ কি রানি, চোরো কা রাজা’ মনে পড়ে? অথবা হালফিলের হৃতিক রোশনের ‘ধুম ২’? চলন্ত ট্রেন থেকে ট্রাঙ্ক ভর্তি টাকা হাপিস করার কৌশল দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল অনেক দর্শকের। টানটান উত্তেজনায় সিনেমার পর্দা থেকে চোখ সরাতে পারেননি তাঁরা। কিন্তু সে ছিল রূপোলি পর্দার কেরামতি। এবার তেমনই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল বাস্তবে। রাতের অন্ধকারে চলন্ত ট্রেনের ছাদের মোটা চাদর কেটে রিজার্ভ ব্যাঙ্কের টাকার ট্রাঙ্ক ফাঁকা করে দিল ডাকাতদল। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর সালেমে। রেল পুলিশ জানিয়েছে, ২২৮টি ট্রাঙ্কে ৫টি ব্যাঙ্কের ৩৪২ কোটি টাকা নিয়ে যাচ্ছিল বিশেষ বগিটি। যা সালেম এক্সপ্রেসের সঙ্গে জোড়া ছিল। এগমোর স্টেশনে গাড়ি দাঁড়াতে বিষয়টি নজরে আসে রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিকদের। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, স্টিল কাটার ও ওয়েল্ডিং মেশিন নিয়ে কোনওভাবে টাকার ট্রাঙ্ক ভর্তি বগিটির মাথায় চড়ে ডাকাতরা। ভিরুদাচালাম স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ডাকাতদের ছাদের কাছে দেখতেও পাওয়া গেছে। ছাদে ফুটো করে ঢুকে তারা ২টি ট্রাঙ্ক খুলতে সমর্থ হয়। ২টি ট্রাঙ্কে থাকা টাকার বাণ্ডিল নিয়ে রাতের অন্ধকারে মাঝপথেই কোথাও ট্রেন থেকে নেমে গা ঢাকা দেয় তারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঠিক কত টাকা খোয়া গিয়েছে তা জানায়নি রিজার্ভ ব্যাঙ্ক।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *