SciTech

পাসওয়ার্ড হাতের মুঠোর অপরাধীদের, আপনি কতটা সুরক্ষিত

সর্বজন পরিচিত শব্দ বা সংখ্যা ব্যবহার যাঁরা করছেন তাঁদের সাইবার অপরাধের শিকার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলেই মনে করছে ব্রিটেনের সংস্থা।

বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ তাঁদের বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করেন ১২৩৪৫৬ নম্বরটি। ২ কোটি ৩০ লক্ষের ওপর মানুষ তাঁদের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখার পাসওয়ার্ড হিসাবে ১২৩৪৫৬-কে বেছে নেন।

দীর্ঘদিন ধরে বিভিন্ন খতিয়ান যোগাড় করে তা পরীক্ষা করার পর এমনই সিদ্ধান্তে উপনীত হয়েছে ব্রিটেনের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

সাইবার সুরক্ষা সম্বন্ধে যথেষ্ট সচেতনতার অভাবেই এমন সহজ পাসওয়ার্ড দেন মানুষজন বলে মনে করছেন তাঁরা। নিজেদের মনে রাখা সহজ হবে বলে তাঁরা সাইবার ক্রাইমকে সহজ করে দেন। ফলে এই অ্যাকাউন্ট ভেঙে সহজেই ঢুকে পড়ে সাইবার ক্রিমিনালরা। অপরাধীরা। সাইবার ক্রাইমের শিকার হন মানুষজন।

ব্রিটেনের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার তাদের গবেষণার ভিত্তিতে আরও জানিয়েছে যদি সবচেয়ে বেশি মানুষ পাসওয়ার্ড হিসাবে ১২৩৪৫৬ নম্বরকে ব্যবহার করেন তবে তারপরেই সবচেয়ে বেশি ব্যবহার হয় ১২৩৪৫৬৭৮৯ পাসওয়ার্ডটি। ব্যবহারের নিরিখে ২ নম্বরে রয়েছে সেটি। এর পরেই রয়েছে ১১১১১১১ বা পিএএসএসডাবলুওআরডি অর্থাৎ ইংরাজিতে পাসওয়ার্ড শব্দটি।

শুধু এসবই নয়, আবার বহুল ব্যবহৃত নাম দিয়ে পাসওয়ার্ড রয়েছে। যেমন, চার্লি, ড্যানিয়েল, জেসিকা। এসব নাম দিয়ে পাসওয়ার্ড রয়েছে সবচেয়ে বেশি। ফুটবলের জনপ্রিয়তা বিশ্বজুড়েই। প্রিমিয়ার লিগের বিভিন্ন দলের নামও জায়গা পায় পাসওয়ার্ডে।

প্রচুর মানুষ এসব নাম তাঁদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করেন। যার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় লিভারপুল। ২ নম্বরে রয়েছে চেলসি।

এ ধরনের সর্বজন পরিচিত শব্দ বা সংখ্যা ব্যবহার যাঁরা করছেন তাঁদের সাইবার অপরাধের শিকার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলেই মনে করছে ব্রিটেনের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *