Let’s Go

স্কটল্যান্ডে না গিয়ে সহজেই ঘুরে আসতে পারেন দেশের স্কটল্যান্ড থেকে

স্কটল্যান্ড এক সুন্দর দেশ। সেখানে যদি নাও যান তাহলেও কিন্তু স্কটল্যান্ড দেখার সুযোগ রয়েছে। সেজন্য পৌঁছে যেতে হবে এই শহরে।

ভারতে বসেই যদি স্কটল্যান্ড দেখতে চান তাহলে ঘুরে আসতে পারেন এই পাহাড় ঘেরা স্থানে। চারধারে পাহাড়ের সারি। ঠান্ডা আবহাওয়া। অপরূপ প্রকৃতির হাতছানি। রয়েছে চোখ জুড়িয়ে দেওয়া পাহাড়ি ঝর্না, বিখ্যাত আবে ফলস। তবে কেবল একটা ঝর্নাই নয়, এখানে যেদিকে তাকানো যায় সেদিকেই পাহাড় আর ঝর্না।

আর রয়েছে মন্দির। রয়েছে বিখ্যাত হোন্নামান্না কেরা দিঘি। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষজনের জন্য খরস্রোতা পাহাড়ি নদীতে রয়েছে ব়্যাফ্টিং-এর সুযোগ। তাহলে কি এজন্যই এ জায়গা স্কটল্যান্ড সমতুল?

তা কিন্তু নয়। ব্রিটিশরা যখন ভারতে শাসন করছে তখন স্কটল্যান্ডের কিছু মানুষ এই জায়গার সঙ্গে তাঁদের দেশের একটা মিল পান। সেই প্রায় একরকম আবহাওয়া। সেই পাহাড়ের সারি। তাঁরা তাই এখানে কফি চাষ শুরু করেন।

ক্রমে এই জায়গা কফির চাষের প্রাণকেন্দ্রে পরিণত হয়। এখানকার আবহাওয়া কফি চাষের জন্য একদম উপযুক্ত। সেই স্কটল্যান্ডবাসীরাই এই জায়গাকে ভারতের স্কটল্যান্ড বলে ব্যাখ্যা করা শুরু করেন। অল্প সময়ের মধ্যেই এই স্থান ভারতের স্কটল্যান্ড বলে পরিচিতি পায়।


কর্ণাটকে কুর্গ নামে একটি পাহাড়ি এলাকা রয়েছে। যা এখন কোদাগু নামেও পরিচিত। এই পাহাড়ি কুর্গ হল ভারতের সেই স্থান যাকে ভারতের স্কটল্যান্ড বলে ডাকা হয়।

শুধু কফি নয়, এখানে প্রচুর পরিমাণে মশলার চাষও হয়। তবে কুর্গ তার কফি আর পর্যটনক্ষেত্র হিসাবে বহু মানুষের খুব পছন্দের এলাকা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button