World

অনুপ্রেরণার নাম চ্যাট জিপিটি, মেয়ের নাম চ্যাট ইপিটি রাখলেন বাবা মা

সদ্যোজাত কন্যার নাম চ্যাট ইপিটি রাখলেন বাবা মা। চ্যাট জিপিটি নামে এআই প্রোগ্রামের কথা মাথায় রেখেই এই নামকরণ। কেন এমন নাম দেওয়া তাও জানিয়েছেন তাঁরা।

সন্তানের নাম নিয়ে বাবা মায়ের গবেষণার শেষ থাকেনা। সন্তানের জন্মের আগেই ছেলে হলে কি নাম, মেয়ে হলে কি নামকরণ করা হবে তার পরিকল্পনা পর্ব চলে। অবশেষে অনেক আলোচনা, অনেকের সঙ্গে কথা, বইপত্র ঘাঁটার পর একটা নাম স্থির হয়।

আধুনিক জীবনে সেই নামকরণেও ডিজিটাল ছোঁয়া। এই ডিজিটাল দুনিয়ায় বাবা মায়েরাও এবার আস্তে আস্তে নামকরণের ক্ষেত্রে এভাবে নিজেদের তৈরি করছেন। যেমন তাঁদের কন্যা সন্তানের জন্মের পর মেয়ের নামকরণ করে রাতারাতি দুনিয়া জুড়ে পরিচিতি পেয়ে গেলেন এক দম্পতি।

এখন এআইয়ের জামানা। সেই এআইয়ের জগতে অন্যতম একটি প্রোগ্রামের নাম চ্যাট জিপিটি। সেই চ্যাট জিপিটি-র কথা মাথায় রেখেই তাঁরা তাঁদের মেয়ের নাম চ্যাট ইপিটি রেখেছেন।


কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগকে সম্মান জানিয়েই তাঁরা তাঁদের সদ্যোজাত সন্তানের এমন নামকরণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন চ্যাট ইপিটি-র বাবা মা। চ্যাট ইপিটি অবশ্য ভারতের সন্তান নয়। তার জন্ম হয়েছে কলম্বিয়ায়।

এমন এক অদ্ভুত নামকরণ করলেও তাঁদের কন্যার নাম কলম্বিয়ার ন্যাশনাল রেজিস্ট্রি অফিসে নথিভুক্ত করতে কোনও সমস্যা হয়নি ওই বাবা মায়ের। কলম্বিয়ার সেরেতে শহরের বাসিন্দা ওই দম্পতিকে এমন আজব নামকরণের জন্য ন্যাশনাল রেজিস্ট্রি অফিসে কোনও প্রশ্নেরও সম্মুখীন হতে হয়নি।

প্রসঙ্গত কলম্বিয়ায় এমন সব আজব নামকরণের প্রবণতা নতুন নয়। মাইকোল জর্ডন বা ব্রায়ান স্পিয়ার্স-এর মত অনেক নামকরণ দেখা গিয়েছে। যেখানে বিশ্বের প্রতিভাশালী ক্রীড়াবিদ বা কোনও নামকরা ক্লাবের নাম ছেলে মেয়ের নামকরণে কাজে লাগিয়েছেন বাবা মা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *