SciTech

বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনে এবার মাঠে নামল নাসা

ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়েই চলেছেন ইসরোর বিজ্ঞানীরা। এখন চাঁদের যেখানে বিক্রম নেমেছে সেখানে সূর্যের আলো রয়েছে। তাই বিজ্ঞানীদের আশা বিক্রমের গায়ে লেপ্টে থাকা সোলার প্যানেলগুলো কাজ শুরু করলেই ফের বিক্রম সিগনাল পাঠাতে সক্ষম হবে। কিন্তু তা এখনও সম্ভব হয়নি। এরমধ্যেই ইসরোর পাশে দাঁড়াল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

ইসরো যেমন চেষ্টা করছে তা করুক, তার পাশাপাশি নাসাও নিজেদের মত করে বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের আপ্রাণ চেষ্টা চালিয়ে চলেছে। আগামী ২০-২১ সেপ্টেম্বর পর্যন্ত বিক্রমের গায়ে সূর্যের আলো পড়বে। ওই সময় পর্যন্ত ইসরো ও নাসা নিজেদের মত করে বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাবে। তারমধ্যে যোগাযোগ কোনওভাবে স্থাপন হলে ভাল। না হলে আর কিছু করার নেই বলে মনে করছেন বিজ্ঞানীরা।

গত ৭ সেপ্টেম্বর চাঁদে অবতরণের ঠিক আগেই বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর। তারপর বিক্রমের কি হয়েছে তা বুঝে উঠতে পারছিলনা ইসরো। অবশেষে চন্দ্রযান-২-এর অরবিটার ছবি পাঠায়। যা দেখে ইসরো নিশ্চিত হয় বিক্রম চাঁদের মাটিতে নেমেছে নিজের মত করেই। কিন্তু তা হার্ড ল্যান্ডিং করেছে। ফলে তা পুরো সুস্থ আছে কিনা তা পরিস্কার নয়। যদিও ইসরো ছবি পরীক্ষা করে এটা বুঝতে পারে যে বিক্রম হার্ড ল্যান্ডিং করে থাকতে পারে কিন্তু তার যন্ত্রাংশ টুকরো হয়ে যায়নি। ফলে তার সঙ্গে যোগাযোগ সম্ভব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *