Kolkata

ডিএ মামলায় হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্যসরকার

রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ সংক্রান্ত মামলায় বড় ধাক্কা খেল রাজ্যসরকার। স্যাটের রায় কার্যকর করার জন্য ৩ মাস সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট।

রাজ্য সরকারি কর্মচারিদের জন্য সুখবর। তাঁদের বহুদিনের দাবি এবার হয়তো মিটতে চলেছে। ৩ মাসের মধ্যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট-এর দেওয়া ডিএ বা মহার্ঘভাতা সংক্রান্ত রায় কার্যকর করতে রাজ্যসরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

রাজ্য সরকারি কর্মচারিদের ইউনিয়ন ‘কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ’ ২০১৬ সালে স্যাটে ডিএ নিয়ে মামলা করে। সেই মামলায় স্যাট কেন্দ্রীয় সরকারি হারে রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু তা কার্যকর হয়নি। পরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবার স্যাটের রায় কার্যকর করতে নির্দেশ দিল রাজ্যসরকারকে।

রাজ্যসরকারের তরফে অবশ্য জানানো হয়েছে, বর্তমানে রাজ্যসরকারের তহবিল প্রায় শূন্য। বিভিন্ন প্রকল্পের টাকা যোগাতে হিমসিম খেতে হচ্ছে। তবে সে যুক্তি গ্রাহ্য করেনি আদালত। ৩ মাসের মধ্যেই স্যাটের রায় কার্যকর করে ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন আদালত জানায়, ডিএ কর্মচারিদের আইনি অধিকার। এমনকি মৌলিক অধিকারও। ডিএ না দিলে রাজ্য সরকারি কর্মচারিদের ডিমরালাইজ করা হবে। কারণ তাঁরাই সরকারের প্রধান চালিকা শক্তি।

আদালতের রায় যে রাজ্যসরকারের জন্য বড় ধাক্কা তা মেনে নিচ্ছে সব মহল। কারণ ৩ মাসের মধ্যে সব মেটাতে হলে বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন। এত কম সময়ে সেই বিপুল অঙ্কের টাকা কীভাবে রাজ্যসরকার জোগাড় করবে তা একটা বড় প্রশ্ন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *