Feature

এই গ্রীষ্মে শীততাপ নিয়ন্ত্রিত শহরে কাটিয়ে আসতে পারেন কয়েকদিন

গ্রীষ্ম আসছে। যদিও বসন্তের মাঝামাঝি সময় থেকেই ক্রমে তাপমাত্রার পারদ চড়তে থাকে। গরমে কষ্ট হলে ঘুরে আসতে পারেন দেশের শীততাপ নিয়ন্ত্রিত শহরে।

এবার এল নিনো কিছুটা দুর্বল। তাই অনেকে মনে করছেন হয়তো গরমের তীব্র দাবদাহ থেকে কিছুটা রেহাই মিলবে। যদিও আবহবিদদের একটা বড় অংশই মনে করছেন এল নিনো দুর্বল হলেও গরম তার দাপট দেখাতে কার্পণ্য করবেনা। ফলে গা জ্বালানো গরম থেকে রেহাই মেলার সম্ভাবনা কম।

এই অবস্থায় অনেকেই হিমালয়ের কোলে কোনও ঠান্ডা জায়গায় ছুটি কাটিয়ে প্রাণ জুড়োতে পছন্দ করেন। ফলে সেখানে গ্রীষ্মে পর্যটকের ভিড়ও থাকে অনেক।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ভারতে কিন্তু হিমালয়ের ধারেকাছেও না হয়ে একটি শহর প্রকৃতির দানেই শীততাপ নিয়ন্ত্রিত বলে মনে করা হয়। সেখানে সারাবছরই প্রায় একই ধরনের মনোরম আবহাওয়া বিরাজ করে।

এই সুন্দর আবহাওয়ার জন্য তাকে দেশের শীততাপ নিয়ন্ত্রিত শহর আখ্যা দেওয়া হয়েছিল। এখন অবশ্য তার মুকুটে আরও পালক যুক্ত হয়েছে।

এখন এ শহর ভারতের প্রথম তথ্যপ্রযুক্তি হাব হিসাবে পরিচিত। ভারতের বিভিন্ন প্রান্তের নব্য প্রজন্মের কাছে কেরিয়ার তৈরির এ এক স্বপ্নের গন্তব্য।

ভারতের সিলিকন শহরও বলা হয় তাকে। তবে এ শহর যখন আইটি হাব হিসাবে পরিচিতি পায়নি, তখন থেকেই এ শহর এয়ারকন্ডিশনড সিটি অফ ইন্ডিয়া।

ব্যাঙ্গালোর বা অধুনা বেঙ্গালুরু হল সেই শহর যাকে ভারতের শীততাপ নিয়ন্ত্রিত শহর বলে ডাকা হয়। আর তা হয় সেখানকার বছরভর বিরাজ করা মনোরম আবহাওয়ার জন্য।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *