Sports

ফের অলিম্পিকস থেকে সোনা জিতল ভারত

অলিম্পিকসের আসর থেকে সোনা এল ভারতের ঘরে। এবার এল প্যারাঅলিম্পিকস থেকে। এই প্রথম প্যারাঅলিম্পিকস থেকে সোনা জিতলেন ভারতের কোনও মহিলা প্রতিযোগী।

সামার অলিম্পিকস শেষ হওয়ার পরপরই শুরু হয় প্যারাঅলিম্পিকস। সামার অলিম্পিকসের আসর থেকে জ্যাভলিনে সোনা জিতে গোটা দেশকে গর্বিত করেছেন নীরজ চোপড়া। এবার প্যারাঅলিম্পিকস থেকে সোনা আনলেন অবনী লেখারা।

সোমবার ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং ইভেন্ট থেকে সোনা জেতেন অবনী। নয়া প্যারাঅলিম্পিকস রেকর্ডও গড়েন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

অবনী স্কোর করেন ২৪৯.৬। অবনীর থেকে প্রায় ১ পয়েন্ট কম করে রুপো জেতে চিনের কুইপিং ঝ্যাং। ব্রোঞ্জ পদক জিতে নেন ইউক্রেনের প্রতিযোগী।

ভারতে অবনীর আগে প্যারাঅলিম্পিকস থেকে ৩টি সোনা এসেছে এখনও পর্যন্ত। অবনীর হাত ধরে এল চতুর্থ সোনা। এর আগে ১৯৭২ সালে মুরলিকান্ত পেটকর সাঁতারে সোনা জিতেছিলেন।

২০০৪ সালে জ্যাভলিন থ্রো-তে সোনা জিতেছিলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। ২০১৬ সালে হাইজাম্পে সোনা জেতেন থাঙ্গাভালু মারিয়াপ্পান। অবনী হলেন প্রথম মহিলা যিনি ভারতের হয়ে প্যারাঅলিম্পিকস থেকে সোনা জিতে আনলেন।

অবনীর এই দুর্দান্ত সাফল্যের পর বিভিন্ন মহল থেকে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। সাই থেকে ট্যুইট করে শুভেচ্ছা জানানো হয়।

এবার টেবিল টেনিসে ফাইনালে পৌঁছনো ভাবিনা প্যাটেলকে নিয়ে হৈচৈ চলছিল। আশা ছিল তিনি হয়তো ভারতকে সোনা এনে দিতে পারবেন। কিন্তু ফাইনালে চিনের প্রতিযোগীর কাছে হেরে যান তিনি। ফলে রুপো আসে ভাবিনা প্যাটেলের হাত ধরে।

তবে সেই খরা কাটিয়ে দিলেন অবনী। ভারতের এখন প্যারাঅলিম্পিকস আসরে পদক জয়ের সংখ্যা ৭টি। যার মধ্যে সোনা ১টি, ২টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ পদক রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *