Entertainment

কি হতে চেয়েছিলেন আর কি হলেন, গানের জগতে আসতে চাননি অনু মালিক

তিনি কি হতে চেয়েছিলেন আর সাফল্য এল কিসে। সুরকার হিসাবে দেশের প্রথমসারিতে থাকা অনু মালিক জানালেন তাঁর যুবা বয়সের ইচ্ছার কথা।


ভারতীয় সুরের জগতে অনু মালিক একটা বড় নাম। একের পর এক হিট গানের সুর দিয়েছেন তিনি। বলিউড সিনেমায় তাঁর সুরের যাদু নিজের একটা আলাদা জায়গা তৈরি করেছে। নিজেকে আলাদা করে মানুষের সামনে তুলে ধরতে পেরেছেন তিনি।


৬২ বছর বয়সে এসে সেই সফল সুরকার জানালেন তিনি যুবা বয়সে সুরের জগতের কথা ভাবতেন না। হতে চেয়েছিলেন অন্য কিছু। আর হয়ে গেলেন সুরকার।


একটি টিভি অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনু মালিক জানিয়েছেন, তিনি যুবা বয়সে সুরকার নন, অভিনেতা হতে চেয়েছিলেন। সেই লড়াইও তিনি শুরু করেছিলেন। কিন্তু যখন অন্য উঠতি নায়কদের লড়াই দেখলেন তখন তাঁর উপলব্ধি হয় যে অভিনয় জগত তাঁর জন্য নয়।

অভিনয়ের ইচ্ছা মাথা থেকে নেমে যাওয়ার পর অনু সুর সৃষ্টিতে মন দেন। তারপর সেই সুরের জগতেরই এক উজ্জ্বল তারকা হয়ে ওঠেন তিনি। তাঁর সুর দেওয়া সিনেমার গান যেভাবে হিট হতে থাকে, তা তাঁকে নতুন সিনেমায় সুর করার কাজ পাওয়ার রাস্তা খুলে দিতে থাকে।


এখনও প্রচুর হিট সিনেমায় সুর অনু দিয়েছেন। যা মানুষের মুখে মুখে ঘোরে। কিন্তু সুরের জগতের এমন এক প্রতিভা প্রথম জীবনে সুরের জগতে নয়, নিজের কেরিয়ার গড়তে চেয়েছিলেন অভিনেতা হিসাবে।


অভিনেতা হিসাবে সফল হতে চেয়েছিলেন অনু মালিক। হয়ে গেলেন সুরের জগতের অন্যতম সফল ব্যক্তিত্ব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *