Entertainment

অসম্ভবকে সম্ভব করে দেখালেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা

বলিউডের নতুন প্রজন্মের নায়ক নায়িকাদের মধ্যে তিনি এখন প্রথমসারিতে। অনেক তরুণ হৃদয়ের হার্টথ্রব সুন্দরী তিনি। তিনি অনন্যা পাণ্ডে। অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে। ইতিমধ্যেই যিনি বেশ জাঁকিয়ে বসেছেন বলিউডে। পাচ্ছেন পরপর সিনেমায় সুযোগ। সেই অনন্যা পাণ্ডে দেখিয়ে দিলেন তাঁর কাজের প্রতি অধ্যবসায় কতটা। ভালবাসা কতটা। তবেই না অসম্ভবকে সম্ভব করলেন!

এখন খালি পিলি নামে একটি সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত অনন্যা। সেই সিনেমার টানা শ্যুটিং চলছে। বিরাম নেই অভিনেতা অভিনেত্রীদেরও। অনন্যা পাণ্ডে কদিন আগে তাঁর শ্যুটিং শুরু করেন সকাল ৮টায়। তারপর শ্যুটিং চলতে থাকে। সকাল পেরিয়ে দুপুর, তারপর বিকেল, সন্ধে, রাত, গভীর রাত, মধ্যরাত, কাকভোর ভোর এবং ফের সকাল। প্রহর পার হলেও শ্যুটিং থামাননি তিনি। বিশ্রাম পর্যন্ত নেননি। ঘুমোননি। টানা ২৩ ঘণ্টা লাগাতার শ্যুটিং করেছেন অনন্যা।

পড়ুন : নিজের গোপন স্বপ্নের কথা জানালেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে

অনন্যা পাণ্ডের কাজের প্রতি এই নিষ্ঠা মুগ্ধ করেছে অনেককে। টানা শ্যুটিং শিডিউল অনেকের থাকে। তাবলে না ঘুমিয়ে টানা ২৩ ঘণ্টা শ্যুটিং! অনন্যার এই অনন্য কর্মক্ষমতায় মুগ্ধ পরিচালকও। সিনেমায় অনন্যার বিপরীতে রয়েছেন ঈশান্ত খট্টর। অনন্যা শ্যুটিংয়ের পাশাপাশি অনেক ইভেন্টেও অংশ নেন। নিজেকেও নায়িকাসুলভ সুন্দর রাখেন। সবই সামলান খুব গুছিয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *