State

প্রধানমন্ত্রীর করা সভাস্থলেই পাল্টা সভা করল তৃণমূল

২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই দলীয় কর্মসূচির তালিকা সাজিয়ে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর নির্দেশ মেনে তাই শনিবার মেদিনীপুরে সভা করলেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। সভা তো অনেক হয়। কিন্তু এদিনের সভার বিশেষত্ব ছিল অন্য জায়গায়। মেদিনীপুরের এই কলেজ মাঠেই কদিন আগে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষক কল্যাণ সমাবেশ নামে সেই সভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখার সময়ই ভেঙে পড়ে একটি প্যান্ডেল। প্রায় ৯০ জন সেই ঘটনায় আহত হন। ঠিক সেই মাঠেই এদিন পাল্টা সভা করল তৃণমূল।

পার্থ চট্টোপাধ্যায় যেমন কৃষকদের আত্মহত্যা নিয়ে ভারতের তুলনায় বাংলার কৃষকদের ভাল অবস্থার কথা তুলে ধরেন। তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর দিলেন প্রধানমন্ত্রীর সিন্ডিকেট খোঁচার। তৃণমূল সাংসদের দাবি, তৃণমূলের সিন্ডিকেট আছে। তবে তা মানুষের সিন্ডিকেট। তৃণমূল মানুষের সিন্ডিকেট করে। অভিষেকের আরও দাবি, প্রধানমন্ত্রীর সেদিনের সভায় ভিড় করতে ভিন রাজ্য থেকে লোক আনা হয়েছিল। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলেন, এই রাজ্য থেকে ৪২-এ ৪২টি আসন জয়ের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তা সফল হবে। মেদিনীপুর থেকে যেমন ৫টির মধ্যে ৫টি আসনই তৃণমূল যাতে পায় তার অঙ্গিকার করার ডাক দেন রাজ্যের পরিবহণমন্ত্রী। এদিন তৃণমূলের সভায় মানুষের ভিড় ছিল যথেষ্ট।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

(ছবি – সৌজন্যে – ট্যুইটার – এআইটিসি অফিসিয়াল)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *