State

উলুবেড়িয়ার জোড়াফুলের জয়জয়কার, পৌনে ৫ লক্ষ ভোটে জয়

সকালে ভোটগণনা শুরুর পর থেকেই উলুবেড়িয়া লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ এগিয়ে ছিলেন। সময় যত গড়িয়েছে ততই নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ফারাক বেড়েছে। আর যত ফারাক বেড়েছে ততই জয় নিশ্চিত হয়েছে। উড়েছে সবুজ আবির। জয় ঘোষণার আগেই শুরু হয়েছে জয়োল্লাস, মিষ্টিমুখ।

দিনের শেষে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন ৭ লক্ষ ৬৭ হাজার ২১৯টি। অন্যদিকে বিজেপি প্রার্থী অনুপম মল্লিকের ঝুলিতে ভোট পড়েছে ২ লক্ষ ৯৩ হাজার ১৮টি। ফারাক ৪ লক্ষ ৭৪ হাজার ২০১টি। বিপুল ভোটে জয় যাকে বলে একদম তাই। এদিকে তৃতীয় স্থান দখল করেছে সিপিএম। ১ লক্ষের কিছু বেশি ভোট সিপিএম প্রার্থী সাবিরুদ্দিন মোল্লার বাক্সে গেছে। সবচেয়ে শোচনীয় অবস্থা কংগ্রেসের। চতুর্থ স্থান পাওয়াই নয়, কংগ্রেস প্রার্থী মোদ্দস্সর হোসেন পেয়েছেন মাত্র ২৩ হাজারের কিছু বেশি ভোট।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

উলুবেড়িয়া কেন্দ্রটি আগেও তৃণমূলেরই ছিল। কিন্তু এতবড় ব্যবধানে ২০১৪-তেও জয় পায়নি তারা। এবার তার চেয়ে ২ লক্ষেরও বেশি ভোটে জয় ছিনিয়ে নিল জোড়াফুল। ২০১৪-তে জিতেছিলেন তৃণমূলের সুলতান আহমেদ। তাঁর মৃত্যুর পর আসনটি ফাঁকা হয়ে গিয়েছিল। তাই সেখানে অনুষ্ঠিত হল উপনির্বাচন। যেখানে তৃণমূল প্রার্থী করেছিল সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদকে। এদিন তিনি স্বামীর চেয়েও বেশি ভোটে উলুবেড়িয়া জিতে রেকর্ড গড়লেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *