Entertainment

ডিম দেখলেই তাঁর ভয় করে, জানিয়েছিলেন বিশ্বখ্যাত চিত্রপরিচালক

ডিম এমন এক খাবার যাতে ভয়ের কিছু আছে একথা মেনে নেবেন না বিশ্বের অধিকাংশ মানুষ। কেউ পছন্দ নাও করতে পারেন। কিন্তু ভয়!

ডিম দেখলেই তাঁর ভয় করত। তাঁর মনে হত একটা সাদা প্রায় গোল মত জিনিসটার গায়ে একটা ছিদ্র পর্যন্ত নেই। তারপর যখন সেটাকে ফাটানো হয় তখন তার মধ্যে থেকে বেরিয়ে আসে একটি হলুদ গোল মত বস্তু। সেই হলুদ গোলকেও কোনও ছিদ্র নেই।

তাঁর কাছে রক্তের চেয়েও ভয়ের ছিল সেই হলুদ গোলক। ডিম তিনি দেখলেই ভয় পেতেন। অনেকে ডিম খেতে পছন্দ নাও করতে পারেন। কিন্তু ডিমের মধ্যে ভয় পাওয়ার মত কিছু আছে কি, বহু মানুষ এ প্রশ্ন তুলতে পারেন।

কিন্তু তিনি সত্যিই ভয় পেতেন। গোটা বিশ্বে যিনি তাঁর একের পর এক সিনেমা দিয়ে দর্শকদের ভয় পাইয়ে দিয়েছেন, শিহরিত করেছেন, রহস্য রোমাঞ্চ ভরে থাকত যাঁর সিনেমায় সেই টানটান সিনেমার কারিগর ভয় পেতেন শিশুরও সুষম খাদ্য ডিমকে!

বিখ্যাত চিত্রপরিচালক অ্যালফ্রেড হিচকক কিন্তু নিজেই একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁর ডিম ভীতির কথা। যদিও ডিমে ভয় চিকিৎসকদের কাছে অজানা নয়।

Alfred Hitchcock
অটোগ্রাফ দিচ্ছেন অ্যালফ্রেড হিচকক, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

ডিমে ভয় পাওয়াকে চিকিৎসকেরা বলেন ওভোফোবিয়া। এটা বেশ কিছু মানুষের থাকে। সেই তালিকায় বিশ্বকে সাইকো, দ্যা বার্ডস, রোপ, স্ট্রেঞ্জার্স অন এ ট্রেন, স্পেলবাউন্ড, দ্যা ম্যান হু নিউ টু মাচ, ভার্টিগো, ফ্যামিলি প্লট, ডায়াল এম ফর মার্ডার, টোপাজ সহ একের পর এক সাড়া জাগানো রোমহর্ষক সিনেমা উপহার দেওয়া হিচককও ছিলেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *