৪৫ বছরের পাত্রের সঙ্গে ৬ বছরের মেয়ের বিয়েতে বাধা, ৯ বছর হলে নিয়ে যেতে বলল প্রশাসন
এক ৪৫ বছরের ব্যক্তির ৬ বছরের একটি মেয়েকে বিয়ে করা রুখে দিল প্রশাসন। মেয়েটি ৯ বছরের হলে তাকে নিয়ে যেতে পারে বলে জানিয়ে দিল ওই ব্যক্তিকে।

৬ বছর বয়সে মেয়েটিকে বিয়ে করা যাবেনা। বিয়ে করে তাকে নিজের বাড়ি নিয়েও যেতে পারবেননা ৪৫ বছরের ওই ব্যক্তি। তবে এমন নয় যে ওই কন্যাকে তিনি স্ত্রী করে নিয়ে যাবেননা।
তালিবান সাফ জানিয়ে দিয়েছে ৬ বছরে নয়, মেয়ের ৯ বছর হলে তিনি নিশ্চিন্তে তাকে স্ত্রী হিসাবে নিজের বাড়ি নিয়ে যেতে পারেন। এমনই এক ঘটনা সামনে আসার পর শিউরে উঠছে গোটা বিশ্ব।
ঘটনাটি ঘটেছে আফগানিস্তানে। সেখানে এখন তালিবান সরকারের শাসন। যারা সে দেশে মেয়েদের পড়াশোনা বন্ধ করে দিয়েছে। এরপরই দেখা গেছে হুহু করে সেখানে বাল্যবিবাহের সংখ্যা বাড়ছে।
এই ৬ বছরের বালিকাটির বিয়েটি অবশ্য আরও ভয়ংকর এক আফগানিস্তানের কথা বলছে। মেয়েটির বাবা মেয়েটিকে ওই ৪৫ বছরের ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। মেয়েটিকে অর্থ দিয়ে কিনেছেন ওই মধ্যবয়সী ব্যক্তি। তারপর তাকে বিয়ে করে নিয়ে যাচ্ছিলেন নিজের বাড়ি।
সেই খবর পেয়ে তালিবান তা আটকে দিয়েছে। ৬ বছরে ওই ব্যক্তি ওই কন্যাকে স্ত্রী হিসাবে না পেলেও ৯ বছরে স্বচ্ছন্দে পেতে পারেন বলেও ওই ব্যক্তিকে নিশ্চিন্ত করেছে তালিবান।
ওই ব্যক্তিকে তালিবান জানিয়ে দিয়েছে মেয়েটির ৯ বছর বয়স হলে ওই ব্যক্তি তাকে নিজের বাড়ি নিয়ে যেতে পারেন। আফগানিস্তানের মারজা জেলার এই ঘটনা আফগান সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। পরে তা বিশ্বের বহু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।