Sports

ইতালির বিশ্বকাপ আতঙ্ক

আগামী বছর রাশিয়াতে বুফোঁ-রোসিদের আদৌ দেখা যাবে কিনা সেই নিয়েই তৈরি হল প্রশ্নচিহ্ন। এদিন সুইডেনের কাছে ১-০ গোলে আজুরিরা হেরে যাওয়ায় তৈরি হল অনিশ্চয়তা। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় ৬১ মিনিটে গোল করে যান সুইডেনের জেকব জোহানসন। এরপর হাজার চেষ্টা করেও গিয়ান পিয়েরো ভেঞ্চুরার ছেলেরা খুলতে পারেননি সুইডেনের গোলমুখ। ফলে সোমবার মরণ-বাঁচন ম্যাচে ঘরের মাটিতে ইতালিকে যেভাবেই হোক সুইডেনকে হারাতেই হবে।

যদি ইতালি ব্যর্থ হয় তাহলে ৬০ বছর টানা খেলার পর ২০১৮ বিশ্বকাপে মিলবে না তাদের দেখা। কিছুদিন আগেই ইতালি ম্যাসিডোনিয়ার মতো দুর্বল দলের সাথে ১-১ ড্র করেছিল, স্পেনের কাছে হেরেছিল ০-৩ ফলাফলে। যা অশনি সঙ্কেত হিসেবেই ধরছিলেন ফুটবল বিশেষজ্ঞরা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *