Sports

‘চক দে ইন্ডিয়া’-র নায়িকার সঙ্গে পরিণয়ে আবদ্ধ হলেন জাহির

‘চক দে ইন্ডিয়া’ সিনেমায় ভারতীয় মহিলা হকি টিমের সেই সুন্দরী ফরওয়ার্ডকে মনে পড়ে? প্রীতি সবরওয়াল নামে চণ্ডীগড়ের সেই খেলোয়াড়, যাঁর সঙ্গে সিনেমার শুরুতেই কোচ শাহরুখের খটাখটি লেগে যায়। তাঁর আবার একজন বয়ফ্রেন্ডকেও সিনেমায় দেখা যায়। তিনিও একজন খেলোয়াড়, ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন। ঘটনাক্রমে প্রীতির সঙ্গে সেই ক্রিকেটারের মনোমালিন্য ও বিচ্ছেদ হয়, প্রীতি খেলতে যান ওয়ার্ল্ড কাপ। এতো গেল রুপোলী পর্দার কাহিনি। বাস্তবের প্রীতি সবরওয়াল, থুরি অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে কিন্তু তাঁর বয়ফ্রেন্ডের কোনও মনোমালিন্য হয়ে সম্পর্কে চিড় ধরেনি। বরঞ্চ বৃহস্পতিবার তাঁরা আবদ্ধ হলেন বিবাহ বন্ধনে। ভারতীয় দলের প্রাক্তন পেসার জাহির খানকে নিজের মনের মণিকোঠায় রেজিস্ট্রি করে জায়গা দিলেন সাগরিকা। নিজের বেশ কিছু দিনের প্রেমিকা সাগরিকার সাথে পরিণয় বন্ধনে আবদ্ধ হয়ে নিউলি ম্যারেড জাহিরও যারপরনাই উৎফুল্ল।

বৃহস্পতিবার এক ঘরোয়া অনুষ্ঠানে রেজিস্ট্রি করে বিয়ে সারেন জাহির খান ও সাগরিকা ঘাটগে। এদিন বেঙ্গালুরুতে তাঁদের আইনি বিবাহ হয়। আগামী ২৭ নভেম্বর মুম্বইয়ের তাজমহল হোটেলে আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র ইন্সটাগ্রামে পোস্ট করেছেন চক দে ইন্ডিয়ায় আর এক অভিনেত্রী বিদ্যা মালভাডে। আমন্ত্রণপত্রটি সাদা রঙের এবং তাতে কালো ও সোনালি রঙে লিখে আমন্ত্রণ জানানো হয়েছে। সাগরিকার বিয়ের গয়নার এক ঝলকও দেখা গেছে সেই ছবিতে। গত মে মাসেই যুবরাজ সিংয়ের বিয়ের পার্টিতে জাক-সাগরিকা জুটি তাঁদের নতুন ইনিংস শুরুর ইঙ্গিত দিয়েছিলেন।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button