Entertainment

ব্রিটেনে ১ ডিসেম্বর ‘পদ্মাবতী’-র মুক্তি

ভারতে ‘পদ্মাবতী’-র মুক্তি এখনও বিশ বাঁও জলে। দেশে চরম বিতর্কের মধ্যেই কিন্তু ব্রিটেনে পদ্মাবতী সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে গেল। আগামী ১ ডিসেম্বর বিলেতে পদ্মাবতীর রিলিজ নিয়ে কোনও সমস্যা রইল না প্রযোজক সংস্থা ভায়াকমের। যদিও প্রযোজক সংস্থা ভারতে ছাড়পত্র পাওয়ার আগে পর্যন্ত পদ্মাবতী ব্রিটেনেও রিলিজ করতে নারাজ। ব্রিটেনের সেন্সর বোর্ড পদ্মাবতীর গোটা ছবিকে এতটুকুও কাটাছেঁড়া না করে মুক্তির শংসাপত্র দিয়েছে। ১২ বছরের কম বয়সীদের জন্য এই ছবি অভিভাবক ছাড়া দেখা মানার ১২এ সার্টিফিকেট দেওয়া হয়েছে। তাদের ওয়েবেও এই ছবিকে তালিকাভুক্ত করে দিয়েছে ব্রিটেনের সেন্সর বোর্ড।

এদিকে ভারতে তো নয়ই, এমনকি বিদেশেও যাতে এই সিনেমা মুক্তি পেতে না পারে তার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট এদিন জানিয়ে দিয়েছে তারা আবেদনটি গ্রহণ করছে। আগামী মঙ্গলবার এই আবেদনের শুনানি।

ইতিহাস বিকৃতির অভিযোগে ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তে পদ্মাবতীর মুক্তি রুখতে আন্দোলন চলছে। ৩ বিজেপি শাসিত রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ ও গুজরাটে সেন্সর বোর্ডের সার্টিফিকেট পাওয়ার আগেই সিনেমাটিকে ব্যান করা হয়েছে। অর্থাৎ এই ৩ রাজ্যে সিনেমাটি মুক্তি পেতে পারবে না। সিনেমাটি মুক্তি পেলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে যুক্তি দিয়েছে রাজ্য সরকার।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *