Sports

বিয়ে করলেন ক্রিকেটার মণীশ পাণ্ডে, নাচলেন যুবরাজ সিং


বিয়েটা সেরে ফেললেন ক্রিকেটার মণীশ পাণ্ডে। কর্ণাটককে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফি একা হাতে জিতিয়েই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। মণীশ বিয়ে করলেন অভিনেত্রী আশ্রিতা শেঠিকে। আশ্রিতা মুম্বইয়ের মেয়ে হলেও তাঁর সব সিনেমাই দক্ষিণে। দুজনের বিয়ের অনুষ্ঠান হয়েছে গত ২ তারিখে। ওদিনই মালা বদল, সাত ফেরে হয়ে গেছে। ৫ ডিসেম্বর ছিল রিসেপশন। আর সেখানে অন্য অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন যুবরাজ সিংও।


আশ্রিতার বিয়ের ছবি ভাইরাল রয়েছে। যেমন তিনি তাঁর মেহেন্দি অনুষ্ঠানে পড়েছিলেন হলুদ রঙের প্রচুর কাজ করা কলকি ফ্যাশনের লেহেঙ্গা। বিয়েতে বেছে নিয়েছিলেন মেরুন ও সোনালি সিল্ক শাড়ি। আর রিসেপশনে তো একদম পরীর সাজে সামনে এসেছিলেন তিনি। ২৬ বছরের আশ্রিতার পরনে ছিল প্যাস্টেল রঙের লেহেঙ্গা। সব মেয়েরই জীবনে বিয়ে নিয়ে হাজারো স্বপ্ন থাকে। যা তারা জমিয়ে রাখে ওই বিশেষ কটা দিনের জন্য। সেটা বিয়েতে চুটিয়ে উপভোগ করলেন আশ্রিতা।


মণীশ বিয়েতে পরেছিলেন ক্রিম রঙের শেরওয়ানি। আর রিসেপশনে কালো স্যুট। সেই স্যুট পরেই ভাংরার তালে তিনি পা মেলালেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে। মণীশের বিয়েতে এসে খুব নাচলেন যুবরাজও। ঝলমলে অনুষ্ঠানের মধ্যে দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মণীশ-আশ্রিতা। দুজনেরই কেরিয়ারে এখনও অনেক দূর যাওয়া বাকি। সেই লক্ষ্যে ছোটার লড়াইয়ে এবার একে অপরের পাশে পেলেন একে অপরকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *