National

পুলিশকে বীরের সম্মান, পুষ্পবৃষ্টি, রাখি, মিষ্টিমুখ

হায়দরাবাদে তরুণী চিকিৎসককে গণধর্ষণ করে তাঁকে গলা টিপে হত্যা করে তাঁর দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই তেলেঙ্গানায় পুলিশ কার্যত মুখ লোকানোর জায়গা পাচ্ছিল না। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ নেমে এসেছিল রাস্তায়। মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বলে অভিযোগ করে পুলিশকে খোলাখুলি দুষছিলেন সাধারণ মানুষ। হায়দরাবাদ তো বটেই, এমনকি তেলেঙ্গানা জুড়েই শুরু হয়েছিল পুলিশকে কাঠগড়ায় চাপিয়ে বিক্ষোভ। ঘটনার ১০ দিন পর ১৮০ ডিগ্রি ঘুরে গেল পুলিশের সঙ্গে সাধারণ মানুষের ব্যবহার। মানুষের ভালবাসায় এখন পুলিশই অপ্রস্তুত হয়ে পড়ছে অনেক জায়গায়।

শুক্রবার রাত ৩টেয় ৪ অভিযুক্তকে নিয়ে ৪৪ নম্বর জাতীয় সড়কের ওপর যেখানে ওই তরুণীকে ৪ অভিযুক্ত পুড়িয়ে মারে সেখানে ঘটনার পুনর্নির্মাণ করতে যায় পুলিশ। ৪ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নামার পর পুলিশের দাবি অভিযুক্তরা পুলিশের অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা করে। বাধ্য হয়ে আত্মরক্ষা করতে পুলিশকে গুলি চালাতে হয়। ৪ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই ঘটনার খবর সামনে আসতেই তেলেঙ্গানা জুড়েই খুশির হাওয়া বইছে। বিশেষত মহিলাদের মধ্যে।

যেখানে এই এনকাউন্টারের ঘটনা ঘটে সেখানেই হাজার হাজার মানুষের ভিড় থেকে পুলিশের ওপর ফুল ছোঁড়া হয়। পুলিশের নামে জয়ধ্বনি দেওয়া হয়। এছাড়াও অনেক জায়গায় পুলিশকে রাখি পরিয়ে দেন মহিলারা। ধন্যবাদ জানান। অনেক জায়গায় মানুষের ভালবাসা এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশকর্মীরাও অপ্রস্তুতে পড়ে যান। অনেক জায়গায় পুলিশ দেখলেই মিষ্টিমুখ করানো হয়। ৪ অভিযুক্তের এই পরিণতি যে মানুষের মধ্যে খুশির বন্যা বইয়ে দিয়েছে তা এদিন তেলেঙ্গানার চিত্রটা দেখলেই পরিস্কার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *