Entertainment

বলি নায়িকার সঙ্গে প্রেম করছেন, তখন জুতো নিয়ে কি কাণ্ড হয়েছিল বললেন যুবরাজ সিং

তিনি তখন বলিউডের এক স্বনামধন্য নায়িকার সঙ্গে প্রেম করছেন। সে সময় হোটেলে তাঁর জুতো নিয়ে কি হয়েছিল সেই কাহিনি এতদিন পর খোলসা করলেন যুবরাজ সিং।

ভারতীয় ক্রিকেট ইতিহাসে যে কটি নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার মধ্যে যুবরাজ সিং অবশ্যই একজন। একসময় ভারতীয় ব্যাটিং মিডল অর্ডারের অন্যতম ভরসা যুবরাজের জীবনটা কোনও সিনেমার চেয়ে কম নয়। তাঁর বায়োপিকও তৈরি হচ্ছে।

সেই যুবরাজ এবার এক পডকাস্টে মুখ খুললেন তাঁর একসময়ের প্রেমিকা এক বলিউড নায়িকার সঙ্গে অস্ট্রেলিয়া সফরে কি হয়েছিল তা নিয়ে।


যুবরাজের বক্তব্যে এটা স্পষ্ট যে তিনি চেয়েছিলেন ওই নায়িকা যেন কিছুদিন তাঁর সঙ্গে যোগাযোগ না রাখেন। দেখা না করেন। কারণ তিনি অস্ট্রেলিয়া সফরে মনোনিবেশ করতে চান।

সেই সময় যুবরাজ যখন ক্যানবেরায় তখন সেখানেই শ্যুটিং করেত গিয়েছিলেন ওই নায়িকা। তিনি সেখানে যুবরাজের সঙ্গে দেখা করেন।


যুবরাজ তাঁকে জিজ্ঞেস করেন যে ওই নায়িকা এখানে কি করছেন? নায়িকা সাফ জানান যুবরাজের সঙ্গে সময় কাটাতেই তিনি এসেছেন।

যুবরাজ তাঁকে বোঝানোর চেষ্টা করেন তিনি যেন নিজের কেরিয়ারে মনোনিবেশ করেন আর যুবরাজকেও সেটা করতে দেন। ওই প্রেমিকা নায়িকাকে বারবার বোঝানোর চেষ্টা করেন যুবরাজ।

যেদিন ভারতীয় দলের ক্যানবেরা থেকে অ্যাডিলেড যাওয়ার কথা সেদিন সকালে তাঁর প্রেমিকা নায়িকা যুবরাজের ব্যাগটা গুছিয়ে দেন। যুবরাজ বার হতে যাবেন এমন সময় দেখেন তাঁর জুতোটাই নেই।

যুবরাজ জিজ্ঞাসা করেন তাঁর জুতো কোথায় গেল? ওই নায়িকা জানান তিনি জুতোও ব্যাগে প্যাক করে দিয়েছেন। যুবরাজ জিজ্ঞেস করেন তাহলে তিনি কি পরে যাবেন?

ওই নায়িকা তখন তাঁর গোলাপি রংয়ের একটি হাওয়াই জাতীয় চটি যুবরাজকে দিয়ে বলেন ওটা তিনি পরে যেতে পারেন। সেদিন টিম বাসে গোলাপি চটি পরে যুবরাজ পায়ের সামনে ব্যাগটা রেখে দেন। যাতে কেউ চটিটা দেখতে না পান।

কিন্তু টিমের সকলের নজরে পড়েই যায়। তাঁরা মজা করে হাততালিও দেন। যদিও পরবর্তীকালে ওই নায়িকা যুবরাজের ঘরণী হননি। তাঁর নামও করেননি যুবরাজ।

এদিকে নেটিজেনদের একাংশ এটা জানার পর মনে করছেন নামটা দীপিকা পাড়ুকোন হতে পারেন। কারণ দীপিকার সঙ্গে যুবরাজের প্রেমপর্বের কথা অনেকের জানা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button