Health

বিশ্ববাসীর কাঁধে গুরুদায়িত্ব সঁপে দিলেন হু প্রধান

২০২২ সাল এবং করোনা নিয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র ডিরেক্টর জেনারেল টেডরস এধেনম গেব্রিয়েসস। কার্যত দায়িত্ব কাঁধে চাপালেন বিশ্ববাসীর।

২০২২ সাল আসছে। আর কটা দিনের অপেক্ষা। সেই ২০২২ সাল আসার প্রাক্কালে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব বিশ্ববাসীর কাঁধে চাপালেন হু প্রধান।

তিনি জানিয়েছেন ২০২২-এই যাতে করোনা বিদায় নেয় সেজন্য দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে বিশ্ববাসীকে। তাঁদেরই স্থির করতে হবে ২০২২ সালে করোনাকে বিদায় দেওয়ার পথ।

এখন ওমিক্রন মাথা চাড়া দিয়েছে। করোনার এ এক অতিভয়ংকর সংক্রামক প্রকার। তাকে হারাতে হলে বিশ্ববাসীকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন হু প্রধান। তাঁর মতে, বিশ্ববাসীকে মনে রাখতে হবে জীবন বিসর্জন দেওয়ার চেয়ে উৎসব বিসর্জন দেওয়া ভাল।

সামনেই বড়দিন ও নিউ ইয়ার। বিশ্বজুড়েই এই বছর শেষের আনন্দে মেতে ওঠেন সকলে। হু প্রধান যে সেই বিষয়েই সতর্ক করলেন তা বলাই বাহুল্য।

ওমিক্রন সংক্রামক। তাই আনন্দে আত্মহারা হয়ে উৎসবে মেতে উঠে মানুষ যদি অবাধ মেলামেশায় যান, বিভিন্ন জায়গায় অতিরিক্ত ভিড় জমে যায়, তাহলে সেখানে ওমিক্রন ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়বে। তাতে আদপে কিন্তু ওমিক্রন ছড়াবে এবং বিশ্বে ফের এক কঠিন পরিস্থিতির সৃষ্টি করবে।

তার চেয়ে এবার অন্তত এই উৎসব সীমিত পরিসরে পালন করে যদি ২০২২ সালে স্বাভাবিক জীবনে ফেরা যায়, যদি করোনাকে বিদায় জানানো যায় তাহলে তা সকলের জন্য মঙ্গলের বলেই বোঝানোর চেষ্টা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র ডিরেক্টর জেনারেল টেডরস এধেনম গেব্রিয়েসস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *