সপ্তাহের কোন দিনগুলোয় সংক্রমণ বাড়ছে জানাল হু
সপ্তাহের ঠিক কোন কোন দিনে বেড়ে যাচ্ছে সংক্রমণ। তা তাদের খতিয়ান দেখে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। সপ্তাহের কোন সময় কমছে, তাও জানিয়েছে তারা।
জেনেভা : ভারতে সোমবারের খতিয়ান বলছে এখন সংক্রমণ ও মৃত্যু কমার দিকে। যা আশার আলো দেখাচ্ছে। কিন্তু ঠিক তখনই বিশ্বে সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে গত রবিবারে একদিনে রেকর্ড সংখ্যক সংক্রমণের খতিয়ান এসে পৌঁছেছে তাদের কাছে। দেখা গেছে ৬ লক্ষ ৬০ হাজারের ওপর মানুষ মাত্র ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন। তার আগের দিন ছিল ৬ লক্ষ ৪৫ হাজার।
ইউরোপ ও আমেরিকা জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা। তাঁরা জানিয়েছেন, করোনা পরিস্থিতি ক্রমশ জটিল আকার নিচ্ছে। অনেক ইউরোপীয় দেশে লকডাউনও চলছে।
হু আরও এক চমকপ্রদ খতিয়ান সামনে এনেছে। হু জানাচ্ছে, বিশ্বে সংক্রমণ বাড়ছে সপ্তাহান্তে। শুক্র, শনি ও রবিবার অনেক বেশি সংখ্যক মানুষ সংক্রমিত হওয়ার খবর পাচ্ছে তারা।
তাদের কাছে যে প্রাত্যহিক রেকর্ড এসে পৌঁছচ্ছে তা পর্যালোচনা করে তারা দেখেছে সপ্তাহ শেষের ওই ৩টি দিন সংক্রমণ সবচেয়ে বেশি রেকর্ড হচ্ছে। আর বিশ্বজুড়ে সংক্রমণ ফের কমে যাচ্ছে মঙ্গল ও বুধবার। ওই ২ দিন খুব কম সংক্রমণ রেকর্ড হচ্ছে। আর এটাই প্রবণতা হয়ে দাঁড়িয়েছে।
হু-এর প্রধান জানিয়েই দিয়েছেন যেভাবে করোনা প্রভাব বিস্তার করছে তাতে তা এখন বিশ্ব থেকে বিদায় নেওয়া বা তার দাপট কমে যাওয়ার আশা না করাই ভাল। করোনা কব্জায় আসতে এখনও ঢের দেরি। তাই সে বিষয়ে সতর্ক করেছেন তিনি।
অনেক দেশই করোনা প্রতিরোধে নানা ব্যবস্থা গ্রহণ করছে। কিন্তু হু প্রধানের দাবি, কোনও দেশই বিশ্বে নেই যারা বলতে পারে তারা করোনা ঠেকাতে সম্পূর্ণ তৈরি।
বিশ্বে এখনও পর্যন্ত সংক্রমণের শিকার হয়েছেন ৫ কোটি ৩৭ লক্ষের ওপর মানুষ। যার মধ্যে ১৩ লক্ষ মানুষের প্রাণ কেড়েছে করোনা। এই অতিমারি থেকে এখনই রক্ষা নেই বলেই সতর্ক করেছে হু। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













