Health

কতদিনে বিদায় নেবে করোনা, জানিয়ে দিল হু

কতদিনে বিশ্ব থেকে বিদায় নেবে করোনা? এ প্রশ্নের সরাসরি কোনও উত্তর এতদিন দেয়নি হু। এবার তা স্পষ্ট করে জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

জেনেভা : গোটা বিশ্বের এখন একটাই প্রশ্ন। কতদিনে বিদায় নেবে এই ভয়ংকর অতিমারি করোনা? যার উত্তর এবার খোলাখুলি দিলেন হু-এর প্রধান টেডরস এধেনম গেব্রিয়েসস। জেনেভা থেকে একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ইথিওপিয়ান মাইক্রোবায়োলজিস্ট টেডরস জানান, ১৯১৮ সালে বিশ্বজুড়ে স্প্যানিশ ফ্লু নামে যে অতিমারি দেখা দিয়েছিল তা ২ বছর সময় নিয়েছিল বিদায় নিতে। তবে এখন বিশ্ব প্রযুক্তিগতভাবে অনেক বেশি আধুনিক। ভাইরাসকে রুখতে কী করতে হবে তাও তাদের কাছে অনেক বেশি পরিস্কার। ফলে সময় কম লাগবে।

কত সময় লাগবে? কতদিনে বিদায় নেবে করোনা? বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর প্রধান জানান, করোনা বিদায় নেবে ২ বছরের মধ্যেই। তিনি বলেন, ১৯১৮ সালে অবশ্য যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিলনা। ফলে সারা বিশ্বে মানুষের যাতায়াত এত বেশি ছিলনা। ফলে সংক্রমণ রোখা সহজ ছিল। কিন্তু এখন বিশ্বজুড়ে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়াচ্ছে, তেমনই আবার এখন আধুনিক প্রযুক্তি মানুষের হাতে রয়েছে। রয়েছে ভাইরাস সম্বন্ধে সম্যক ধারণা। যা দিয়ে তারা দ্রুত এই ভাইরাসের সংক্রমণে লাগাম দিতে সক্ষম।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

হু প্রধানের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে তাঁরা টিকা আসার সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছেন। আগে অবশ্য হু আধিকারিকরা এমনও জানিয়েছিলেন যে করোনা নিয়েই মানুষকে জীবন কাটাতে হবে। সেই ধারণা থেকে যে হু সরে এসেছে তা হু প্রধানের বক্তব্য থেকে পরিস্কার। তবে করোনাকে জয় করতে তিনি এদিনও বিশ্ব সমন্বয়ে জোর দিয়েছেন। বিশ্বের সব দেশকে একসঙ্গে লড়ার আহ্বান জানান টেডরস এধেনম গেব্রিয়েসস।

পিপিই কিট নিয়ে বিশ্বজুড়েই কালোবাজারির অভিযোগ সামনে আসছে। অনেক জায়গায় পিপিই কিট পাচ্ছেন না স্বাস্থ্যকর্মীরা। যে প্রসঙ্গে এদিন মুখ খোলেন টেডরস এধেনম গেব্রিয়েসস। চড়া সুরেই তিনি জানান এটা এমন দুর্নীতি যা হত্যার সমান। তিনি আরও বলেন, যদি স্বাস্থ্যকর্মীরা পিপিই ছাড়া কাজ করেন তাহলে তাঁদের জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। সেইসঙ্গে তাঁরা যাঁদের জন্য কাজ করছেন তাঁদেরও ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *