পুরুষ সাদা গণ্ডার আর নেই, আছে কেবল ২ স্ত্রী গণ্ডার, তবু বিলুপ্তি আটকাতে অভিনব উদ্যোগ
কোনও প্রাণিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে তার অন্তত ১টি পুরুষ ও ১টি স্ত্রী থাকা জরুরি। কিন্তু সাদা গণ্ডারের আর ১টিও পুরুষ বেঁচে নেই।

সাদা গণ্ডার চোখে দেখেছেন এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। হওয়ার কারণও রয়েছে। ২০১৮ সালে নর্দার্ন সাদা গণ্ডার প্রজাতির সর্বশেষ পুরুষ গণ্ডারটি চিরনিদ্রায় ঢলে পড়ে। এখন তাই পৃথিবীর বুকে তাদের মাত্র ২টি সাদা গণ্ডার বেঁচে রয়েছে। ২টিই স্ত্রী গণ্ডার।
মা ও মেয়ে। এখানেই সমস্যায় পড়েছেন বন্যপ্রাণ রক্ষার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞেরা। কারণ যেকোনও প্রাণিকে যদি বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে হয় তাহলে অন্তত ১টি পুরুষ ও ১টি স্ত্রী থাকা জরুরি।
তবেই তাদের মিলনে শাবকের জন্ম হতে পারে। এক্ষেত্রে সেই সুযোগটাই আর নেই। কিন্তু দমে যাননি কেনিয়া ওয়াইল্ড লাইফ সার্ভিসের আধিকারিকরা।
তাঁরা কেনিয়ার নর্দার্ন সাদা গণ্ডার প্রজাতির স্ত্রী সাদা গণ্ডার ২টির ডিম্বাণু সংগ্রহ করে নিয়ে যান। এদিকে শেষ সাদা পুরুষ গণ্ডারটির দেহ থেকে শুক্রাণু সংগ্রহ করে আগেই রাখা হয়েছিল।
এবার সেই শুক্রাণু ও ডিম্বাণু ইতালির একটি গবেষণাগারে নিয়ে গিয়ে আইভিএফ পদ্ধতি মেনে সাদা গণ্ডার শাবকের জন্ম দেওয়ার চেষ্টা চালাচ্ছেন বিশেষজ্ঞেরা।
এতে সাফল্য এলে পৃথিবীর বুক থেকে সাদা গণ্ডার হারিয়ে যাওয়া আটকানো সম্ভব হবে। নাহলে এখন বেঁচে থাকা ২টি মাত্র স্ত্রী গণ্ডারের জীবন শেষ মানেই সাদা গণ্ডার বিলুপ্ত হয়ে যাবে। তবে সারোগেট পদ্ধতি মেনে শাবকের জন্ম দেওয়ার চেষ্টায় ত্রুটি রাখছেন না বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা