State

পৌরমাতার শাশুড়ি খুন, ঘনীভূত রহস্য

মধ্যমগ্রামে দুষ্কৃতিদের হাতে খুন হলেন পৌরমাতার শাশুড়ি। কাউন্সিলরের শাশুড়ির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ৬ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ নগর এলাকায়। মধ্যমগ্রাম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্ণালী বিশ্বাস। শুক্রবার রাতে তিনি স্বামীর সঙ্গে বাইরে বেরিয়েছিলেন। বাড়িতে সেই সময় একাই ছিলেন বর্ণলীদেবীর শাশুড়ি দীপালি বিশ্বাস। রাতে বাড়ি ফিরে ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় তিনি শাশুড়িকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে কাউন্সিলরের বাড়ি থেকে মৃতার দেহ উদ্ধার করে পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, দুষ্কৃতিরা সম্ভবত বাড়ির ছাদ দিয়ে ঘরের ভিতর ঢুকেছিল। তারপর প্রবীণার পেটে গুলি চালায়। কাজ হাসিলের পর সদর দরজা দিয়ে পালিয়ে যায় আততায়ীরা।

কাউন্সিলরের দাবি, মৃতার ছোট ছেলে ও পুত্রবধূর মধ্যে বর্তমানে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। সেই বিচ্ছেদের পিছনে বৃদ্ধার হাত আছে বলে সন্দেহ করত মৃতার ছোটছেলের শ্বশুরবাড়ি। বৃদ্ধাকে বেশ কয়েকবার তারা দেখে নেওয়ার হুমকিও দিয়েছিল বলে অভিযোগ। এলাকাবাসীর অবশ্য দাবি, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই খুন হতে হয়েছে বছর ৬৫-র দীপালিদেবীকে। ঘটনার তদন্তে নেমে সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। বৃদ্ধার হত্যাকারীর খোঁজে তল্লাশি চলছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *