
দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের ১০ মাইল এলাকা। এখানেই বঙ্গোপসাগরের খাঁড়িতে নোঙর করা ছিল একটি ট্রলার। অনেক ট্রলারই এখানে নোঙর করা হয়। শুক্রবার তেমনই একটি ট্রলারে চলছিল মেরামতির কাজ। স্থানীয় সূত্রের খবর, মেরামতির সময়েই ট্রলারটিতে আগুন ধরে যায়। দ্রুত আগুন থেকে বাঁচতে তা থেকে পালিয়ে বাঁচেন বেশ কয়েকজন মৎস্যজীবী ও মেরামতি কর্মী।
এদিকে আগুন হুহু করে ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয় লোকজনই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। কিন্তু পুরো ট্রলার জুড়ে আগুনের লেলিহান শিখা যেভাবে ছড়িয়ে পড়েছিল তাতে আগুন নিয়ন্ত্রণে আনা খুব কঠিন হয়। অবশেষে আগুন নেভে ঠিকই। কিন্তু ততক্ষণে কার্যত ভস্মীভূত গোটা ট্রলার। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।