State

লাফিয়ে পাঁচিল টপকে ইভটিজার ধরলেন মহকুমা শাসক

প্রশাসনিক কর্তা তিনি। সারাদিন নানা সমস্যা সামলাতে হয়। কিন্তু তা ঘরে বসেই। রাস্তাঘাটে ছোটাছুটি তাঁর কাজ নয়। কিন্তু বর্ধমানের কালনা দেখল এক ব্যতিক্রমী মহকুমা শাসককে। পুলিশকে ব্যবস্থা নিতে বলে ক্ষান্ত হওয়ার পাত্র তিনি নন। বরং নিজেই যা করার করতে পছন্দ করেন। মঙ্গলবার কালনার মহকুমা শাসক নিতিন সিংঘানিয়া এসেছিলেন শশিকলা গার্লস হাইস্কুল পরিদর্শনে। সেখানে তাঁর নজরে পড়ে বেশ কিছু ছেলে স্কুলের পাঁচিলের বাইরে থেকে স্কুলের মধ্যে ঢিল ছুঁড়ছে। ছাত্রীদের লক্ষ্য করে কুৎসিত অঙ্গভঙ্গি করছে। বিষয়টি নজরে পড়ার পর তিনি কাউকে কিছু না বলে নিজেই ছোটেন পাঁচিলের দিকে। তারপর এক লহমায় উঁচু পাঁচিল টপকে রাস্তায় ইভটিজারদের পিছু ধাওয়া করেন।

এমন দোর্দণ্ডপ্রতাপ মহকুমা শাসকের হাত থেকে বাঁচার চেষ্টা করলেও তাতে ফল হয়নি। ২ জনকে ছুটে ধরে ফেলেন তিনি। বাকি ২ জনকে তাঁর দেহরক্ষী। পরে ইভটিজারদের পুলিশের হাতে তুলে দেন নিতিন সিংঘানিয়া। ওই স্কুলে ইভটিজারদের দৌরাত্ম্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই এমন চলছে। এ নিয়ে অতিষ্ঠ স্কুলের শিক্ষিকা থেকে ছাত্রী সকলেই। এদিন স্বয়ং মহকুমা শাসকের নায়কোচিত কাজে সকলের মুখে হাসি ফুটেছে। মুখে মুখে ঘুরছে এই কাহিনি ও নিতিন সিংঘানিয়ার তারিফ।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *