State

থানা থেকে ‘ছিনতাই’ খুনের ঘটনায় অভিযুক্ত এসএসবি জওয়ান

দক্ষিণ ২৪ পরগনার সরিষায় এক ব্যক্তিকে খুনের অভিযোগে গ্রেফতার হয় ৩ জন। তারমধ্যে একজন এসএসবি জওয়ান দীপক কুমার সিংহ। এক কেবল অপারেটরকে খুন করার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। গত বৃহস্পতিবার আলতাফ জমাদার নামে এক ব্যক্তির শ্যুটআউটে মৃত্যুর ঘটনায় ২ জন এসএসবি জওয়ানসহ পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। শুক্রবার তাদের ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলার কথা ছিল। আদালতে যাওয়ার আগে সকালবেলা থানায় এসে উপস্থিত হন ধৃত জওয়ান দীপক কুমার সিংহের কয়েকজন সহকর্মী। অভিযুক্তের সাথে কথা বলতে এসেছিলেন তাঁরা। অভিযোগ, কথা বলতে বলতে আচমকা গোলমাল বেঁধে যায় থানায়। সেই সুযোগে খুনের অভিযোগে অভিযুক্ত জওয়ানকে থানার বাইরে বার করে আনেন বাকি জওয়ানরা। চোখের নিমেষে তাকে গাড়িতে তুলে এলাকা ছেড়ে চম্পট দেয় গাড়ি।

সাতসকালে ফিল্মি কায়দায় রক্ষকের ডেরা থেকে জওয়ান পালানোর ঘটনায় শোরগোল পড়ে যায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের সরিষায়। ঘটনার আকস্মিকতা কাটিয়ে কার্যত বোকা বনে যাওয়া পুলিশ খোঁজ শুরু করে পলাতক জওয়ানের। বেলার দিকে পারুলের এসএসবি ক্যাম্পে হাজির হয় রাজ্য পুলিশের বিশাল ফোর্স। ক্যাম্পে কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ কর্তাদের সাথে ঘণ্টাখানেক আলোচনা হয় রাজ্য পুলিশের। আলোচনার পর অভিযুক্ত জওয়ান ফের আত্মসমর্পণ করে পুলিশের কাছে। তাকে নিয়ে আদালতের দিকে রওনা দেয় পুলিশের জিপ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *