
বাড়ির সায় ছিলনা। তবু ভালবাসার পাত্রকে বাড়ির বিরুদ্ধে গিয়েই বিয়ে করেন তুলসী। উজ্জ্বল ও তুলসীর এই বিয়ে মেনে নিতে পারেনি তুলসীর পরিবার। স্থানীয় সূত্রের খবর, মাস চারেক আগে বিয়ে হলেও সেই ক্ষোভ ধিকিধিকি জ্বলছিল তুলসীর পরিবারের সদস্যদের মধ্যে। সোমবার রাতে আচমকাই শীলকুচির পাগলীমারি গ্রামে উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে হামলা চালায় তুলসীর বাড়ির লোকজন। উজ্জ্বলকে না পেয়ে তার বাড়ির লোকজনের ওপরই চড়াও হয় তারা। অভিযোগ উজ্জ্বলের জ্যাঠামশাই জয়দেববাবুর মাথায় ধারালো অস্ত্রের কোপ মারে তারা। মারধর করা হয় অন্য সদস্যদেরও। জয়দেববাবুকে বাঁচাতে গিয়ে মার খান তাঁর ছেলেও। এমনকি স্থানীয়দের দাবি, তুলসীর পরিবারের লোকজন তাণ্ডব চালানোর সময় কয়েক রাউন্ড গুলিও চালায়। পরে শীতলকুচি থানায় অভিযোগ দায়ের করে উজ্জ্বলের পরিবার। ঘটনায় তুলসীর দাদা ও এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ।