মাকে ধর্ষণ করতে আসা ব্যক্তিকে আটকাতে গিয়ে গলায় ধারালো অস্ত্রের কোপ পড়ল ১১ বছরের মেয়ের। ধারালো অস্ত্রের কোপের হাত থেকে রেহাই পাননি মা-ও। আপাতত দুজনেই ২টি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রের খবর, স্বামী কর্মসূত্রে দূরে থাকেন। বাড়িতে মানুষ বলতে মা ও মেয়ে। তবে অনেকদিনের বাসিন্দা। ফলে আশপাশে অনেকেই চেনা পরিচিত। আপদে বিপদে সমস্যা হয়না। উত্তরবঙ্গের কোচবিহারের পুন্দিবাড়ি এলাকার বাসিন্দা এই মা ও মেয়ের সাজানো জীবনে হঠাৎই নেমে আসে বিপর্যয়। অভিযোগ রবিবার রাতে তাঁদের বাড়িতে ঢুকে পড়ে মুজফফর সৈয়দ নামে এক ব্যক্তি। বাড়িতে ঢুকে মাকে ধর্ষণের চেষ্টা করে সে। ওই মহিলা বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারে ওই ব্যক্তি। মায়ের সম্ভ্রম বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে মেয়ে। রেহাই পায়নি ১১ বছরের ওই কিশোরী। তাকে ধারালো অস্ত্র দিয়ে গলার কাছে কোপ মারে অভিযুক্ত সৈয়দ। এদিকে মা মেয়ের চেঁচামেচিতে তখন আশপাশের লোকেরা ছুটে এসেছেন। তাঁরাই সৈয়দকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন। তাকে গ্রেফতার করেছে পুলিশ।