State

ফোনে মগ্ন, ট্রেনের ধাক্কায় মৃত যুবক

ফোনের নেশা সর্বনাশা। সেই নেশার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন অনেকেই। তারপরেও টনক হয়নি আমজনতার। ফোনে কথা বলতে বলতে রাস্তা বা রেললাইন পার হতে গিয়ে জীবন পর্যন্ত খুইয়েছেন বহু মানুষ। ফোনে মগ্ন হওয়ার মাশুল একইভাবে দিতে হল ১ যুবককে। মৃত যুবক রাম পাল। পেশায় তিনি একজন ভ্যান চালক।

মঙ্গলবার বিকেলে পাঁশকুড়ায় সবজি গুদামে মাল রেখে পরিচিত এক ব্যক্তির সাথে দেখা করতে যাচ্ছিলেন রাম। প্রত্যক্ষদর্শীদের দাবি, ফোনে কারও সাথে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন ওই যুবক। সেইসময় ওই লাইন ধরে ছুটে আসছিল ডাউন পারাদ্বীপ-সাঁতরাগাছি সুপারফাস্ট এক্সপ্রেস। প্রত্যক্ষদর্শীদের দাবি, ফোনে এতটাই মজেছিলেন ওই যুবক যে ট্রেনের হুইসলের শব্দ পর্যন্ত তাঁর কানে পৌঁছয়নি। শুনতে পাননি আশপাশে দাঁড়িয়ে থাকা মানুষের লাইন থেকে সরে আসার কথা জানিয়ে চিৎকারও। তিনি তখন মশগুল ফোনে। আর ঠিক সেইসময়েই দুরন্ত গতির ট্রেন নিমেষে পিছন থেকে ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *