State

বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিতেই মিটল নোয়াপাড়া, উলুবেড়িয়ার ভোটগ্রহণ

সোমবার ভোটগ্রহণ হল নোয়াপাড়া বিধানসভা ও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে। উপনির্বাচন ঘিরে সকাল থেকেই টুকটাক অশান্তির খবর আসছিল। উলুবেড়িয়ার গঙ্গারামপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনাও ঘটে। বিজেপির অভিযোগ তৃণমূল তাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। ছিঁড়ে দেয় দলীয় পতাকা। বেশ কয়েকটি বুথে বিজেপি এজেন্টদের বসতেই দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছে বিজেপি। যদিও তৃণমূলের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং বিজেপি কর্মীরাই তাঁদের ওপর হামলা করেছেন বলে পাল্টা দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উদয়নারায়ণপুর ও আমতায়ও এদিন ভোটগ্রহণ চলাকালীন বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর মিলেছে।

অন্যদিকে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বুথেও বিরোধী এজেন্ট বসতে দেওয়া হয়নি বলে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এদিন ভোট সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সোমবার পশ্চিমবঙ্গের ২টি কেন্দ্র বাদে রাজস্থানের ২টি লোকসভা কেন্দ্র আজমের ও আলোয়াড়েও ভোটগ্রহণ হয়। রাজস্থানের মণ্ডলগড় বিধানসভা কেন্দ্রেও এদিন উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *