State

মশার ধূপ থেকে আগুন, ঝলসে মৃত গৃহবধূ

মশা মারার ধূপের আগুনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ১ গৃহবধূর। সেই আগুনে পুড়ে মৃত্যুর সঙ্গে এখন পাঞ্জা লড়ছেন মৃত মহিলার স্বামী। অগ্নিদগ্ধ মেয়ে শর্মিলা বারিকের অবস্থা এখন স্থিতিশীল। অগ্নিদগ্ধ একই পরিবারের ৩ সদস্য মুর্শিদাবাদের সালার থানার খারেদা গ্রামের বাসিন্দা।

গত বুধবার রাতে শোয়ার ঘরে মশার কয়েল জ্বালিয়েছিলেন উৎপল বারিক। একেবারে পাশেই রান্নাঘরের দরজা। রান্নাঘরের মুখেই রাখা ছিল গ্যাস সিলিন্ডার। সিলিন্ডারের মুখ সম্ভবত খোলা ছিল। যা খেয়াল করেননি কেউই। পুলিশের অনুমান, মশার ধূপের আগুন কোনওভাবে ছড়িয়ে গিয়ে লিক হওয়া গ্যাসের সংস্পর্শে চলে আসে। যার জেরে আগুন তীব্র আকার নিয়ে সারা ঘরে ছড়িয়ে যায়। সেই আগুনেই ঝলসে যান উৎপল বারিক, তাঁর স্ত্রী সুমিত্রা বারিক ও মেয়ে শর্মিলা বারিক। আশঙ্কাজনক অবস্থায় অগ্নিদগ্ধ ৩ জনকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। সেখানেই শনিবার মৃত্যু হয় সুমিত্রা বারিকের। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে মৃত বধূর পরিবার ও প্রতিবেশিদের মধ্যে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *