পণের দাবিতে ২ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ঘটনা। সূত্রের খবর, মৃতা মনীষা দাসের ৭ মাস আগে বিয়ে হয় ক্যানিং থানার তালদি গ্রামে। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের সময় মেয়ের শ্বশুরবাড়িকে ৪০ হাজার টাকা নগদ পণ দেওয়া হয়েছিল। তারপরেও আরও টাকার দাবিতে মেয়ের উপর শ্বশুরবাড়ির লোক ক্রমাগত চাপ সৃষ্টি করত বলে তাঁদের দাবি। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বেশ কয়েকবার ঝামেলাও হয়।
বুধবার রাতে শ্বশুরবাড়ি থেকে খবর পেয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি অসুস্থ মেয়েকে দেখতে যান পরিবারের লোকজন। সেখানে মেয়েকে মৃত অবস্থায় দেখার পর ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়রা। এরপর ক্যানিং থানায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৃত মনীষার বাপের বাড়ির লোকজন। অভিযোগের ভিত্তিতে স্বামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্তঃসত্ত্বা গৃহবধূর অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।