পঞ্চম শ্রেণির ৩ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ ও অশ্লীল ছবি দেখানোর অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। তবে গ্রেফতারের আগে অভিভাবকদের হাতে বেদম প্রহারের শিকার হতে হয় তাঁকে। ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার রাজাপুরে। অভিযোগ বুধবার স্কুলের পঞ্চম শ্রেণির ৩ ছাত্রীকে অশ্লীল ছবি দেখান ওই স্কুলের শিক্ষক আনন্দ মণ্ডল। তাদের সঙ্গে অশালীন আচরণও করেন তিনি। বিকেলে বাড়ি ফিরে এই ঘটনার কথা অভিভাবকদের খুলে বলে ওই ৩ ছাত্রী। বৃহস্পতিবার সকালে স্কুল খোলার পরই এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে স্কুলে বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা। পরে ওই শিক্ষক সামনে এলে শুরু হয় বেদম প্রহার। একপ্রস্থ মারের পর অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে তুলে দেন অভিভাবকরা।
Leave a Reply