State

মৃত আফরাজুলের মালদহের বাড়িতে মন্ত্রী, সাংসদরা

রাজস্থানে লাভ জেহাদের শিকার মৃত আফরাজুলের পরিবারের পাশে দাঁড়াতে শনিবার সকালে মালদহের কালিয়াচকে পৌঁছন রাজ্যের ২ মন্ত্রী ও ৩ সাংসদ। মৃত ঠিকা শ্রমিকের পরিবারের সঙ্গে কথা বলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন ৩ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার ও সৌগত রায়। মৃতের পরিবারের সদস্যদের কেউই অবশ্য তখন কথা বলার মত অবস্থায় নেই। গোটা গ্রাম থমথম করছে।

এরমধ্যেই মন্ত্রী ও সাংসদদের দেখে দোষীদের ফাঁসির দাবি জানিয়ে শ্লোগানসহ বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। একই দাবিতে অনড় বাকরুদ্ধ পরিবারের সদস্যরা। মৃত আফরাজুলের স্ত্রীর হাতে এদিন প্রতিশ্রুতিমত রাজ্য সরকারের তরফ থেকে ৩ লক্ষ টাকা তুলে দেওয়া হয়। এছাড়া আরও ৩ লক্ষ টাকা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয় মৃতের পরিবারকে। ন্যক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান মন্ত্রী-সাংসদরাও।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *