State

নেপাল পালানোর আগেই গ্রেফতার আনসারুল্লা বাংলা টিমের ১ জঙ্গি

নেপাল সীমান্ত থেকে গ্রেফতার হল বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের ১ জঙ্গি। দার্জিলিংয়ের পানিট্যাঙ্কি থেকে ওমর ফারুখ নামে ওই জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। মহম্মদ আফতাব খান নাম নিয়েও কাজ করতে সে। অপারেশনে সামান্য দেরি হলে ওমর ফারুখ সীমান্ত পার করে নেপালে পালিয়ে যেত বলে খবর এসটিএফ সূত্রের। ওমর ফারুখ আনসারুল্লা বাংলা টিমের একজন বিস্ফোরক বিশেষজ্ঞ। বোমা বানাতে সিদ্ধহস্ত ফারুখের কাছ থেকে বেশ কিছু বোমা বানানোর বই, লিফলেট, জাল আধার কার্ড ও ম্যাপ উদ্ধার হয়েছে। আইইডি তৈরি করতেও জানত সে। ফারুখের কাছ থেকে অনেক যুবক বোমা বানানোর প্রশিক্ষণ নিয়েছে।

এসটিএফ সূত্রের খবর, ২০১৬ সালে ওমর ফারুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে খুন করার ছক কষেছিল। সঙ্গে ছিল তার ২ সঙ্গী। কিন্তু পুলিশ এসে পড়ায় তাদের উদ্দেশ্য সফল হয়নি। প্রাণ বাঁচিয়ে ফারুখ সেখান থেকে কোনওক্রমে পালাতে সক্ষম হলেও তার বাকি ২ সঙ্গী পুলিশের গুলিতে মারা যায়। তখন থেকেই বাংলাদেশ পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল। বেগতিক বুঝে সীমান্ত পার করে ভারতে ঢুকে আসে ফারুখ। প্রসঙ্গত জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের সঙ্গে আল কায়দার যোগ রয়েছে। ফারুখ চাইছিল আনসারুল্লার সন্ত্রাসের জাল আরও বিছিয়ে দিতে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বসিরহাটের বাসিন্দা মনোতোষ দে-র কাছ থেকে অস্ত্র কিনতে এসে কলকাতা স্টেশন থেকে ধরা পড়ে আনসারুল্লা বাংলা টিমের ২ সদস্য। তাদের জিজ্ঞাসাবাদ করে ও অন্যান্য সূত্র থেকে খবর পেয়ে এক এক করে রাজ্যে ছড়িয়ে পড়া আনসারুল্লা গোষ্ঠীর সদস্যদের গ্রেফতার করছে এসটিএফ। এদিন আরও ১ জঙ্গিকে গারদে পুরল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *