State

নিখোঁজ বোন, শ্বশুরবাড়িতে খবর নিতে গেলে আক্রান্ত ২ দাদা


শ্বশুরবাড়ির অত্যাচারের কথা তাঁদের অজানা ছিল না। তারমধ্যেই কয়েকদিন বোনের কোনও খোঁজ নেই। তাই আতঙ্ক পেয়ে বসেছিল ২ দাদার মনে। বোনের সঙ্গে কোনও ভয়ংকর কিছু ঘটেনি তো? প্রশ্নটা মাথায় আসতেই তাঁরা হাজির হন বোনের শ্বশুরবাড়িতে। অভিযোগ, জামাই ফারুখকে বোনের কথা জিজ্ঞেস করতেই সে দুই শ্যালককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তাতে জখম হন ২ জন। আপাতত মুস্তাক কামাল ও জাভেদ আলি ২ জনেই হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত ফারুক পলাতক।


পুলিশ সূত্রের খবর, প্রায় ৩ বছর আগে মুর্শিদাবাদের মহম্মদ ফারুকের সঙ্গে বিয়ে হয় উত্তর দিনাজপুরের চোপড়ার মুন্সিগঞ্জের মেয়ে নাজমার। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই নানা ভাবে পণ চেয়ে পাঠানো হত নাজমার বাপের বাড়িতে। সব চাহিদা পূরণ করার ক্ষমতা ছিল না তাঁর পরিবারের। তাই মেয়ের ওপর চলত অমানুষিক অত্যাচার। সহ্য করতে না পারায় ৪ দিন আগে বাড়ি থেকে পালিয়ে যান নাজমা। এদিকে বোনের খবর না পেয়ে শ্বশুরবাড়িতে খবর নিতে ছুটে আসেন ২ দাদা। তারপরই বিপত্তি।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *