State

দিঘার সমুদ্রে ভয়ংকর বিস্ফোরণের শব্দ, আতঙ্ক

উইকএণ্ড মানেই দিঘায় উপচে পড়া ভিড়। কাছেপিঠে ছুটি কাটানোর এমন নিশ্চিন্ত ঠিকানা এ রাজ্যে কমই আছে। ফলে শনিবার সকাল থেকেই দিঘায় পর্যটক বাড়ছিল। এরমধ্যেই ঘটে গেল ঘটনাটা। বেলা সাড়ে ১১টা নাগাদ আচমকা আঁতকে উঠলেন দিঘা সহ আশপাশের এলাকার মানুষজন। ভয়ংকর বিস্ফোরণের শব্দে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার যোগাড়। দ্রুত পুলিশ ছুটে আসে। কিন্তু কোথায় হল বিস্ফোরণ? সেটাই এখন সবচেয়ে বড় ধাঁধা।

মৎস্যজীবীদের একাংশ জানাচ্ছেন, বিস্ফোরণের শব্দ এসেছে সমুদ্রের মধ্যে থেকে। কিন্তু সমুদ্রের মধ্যে থেকে এমন ভয়ংকর শব্দ আসবে কেন? কী ঘটতে পারে জলের তলায়? না, এখনও তা পরিস্কার নয়। তবে কোনও ঝুঁকি না নিয়ে যে কোনও অবস্থার জন্য আগাম তৈরি রয়েছে প্রশাসন। ‌যেহেতু মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর থেকেও শব্দ শোনা গেছে তাই সব জায়গায় পুলিশ সমুদ্র তীরে টহল বাড়িয়েছে। সতর্ক করা হচ্ছে পর্যটকদেরও। পাশাপাশি শব্দের উৎসের খোঁজও চলছে জোরকদমে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *