State

স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধে অনশনের রাস্তা থেকে সরে আসতে চলেছে মোর্চা

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের অনুরোধ রেখে আমরণ অনশনের রাস্তা থেকে সরে আসছে গোর্খা জনমুক্তি মোর্চা। মোর্চা সভাপতি বিমল গুরুং এদিন প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আমরণ অনশন প্রত্যাহার করতে যুবা মোর্চাকে অনুরোধ করেছেন তিনি। বিমল গুরুংয়ের অনুরোধ মেনে আগামী ১৫ অগাস্ট বিকেলে অনশন তুলে নিতে চলেছে মোর্চা। তবে পাহাড়ে অনির্দিষ্টকালের বন্‌ধের পথ থেকে এখনই সরছেন না তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে গত রবিবার বৈঠক করেন জিজেএম সহ পাহাড়ের ১৩টি দল ও সংগঠনের যৌথ প্রতিনিধিদল। সেখানে তাঁদের সঙ্গে কথা বলার পর আলোচনার পথ খুলতে অনশন ও বন্‌ধের রাস্তা থেকে গোর্খা জনমুক্তি মোর্চাকে সরে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাহাড়ে স্বাভাবিক জনজীবন ফেরাতেও তাঁদের অনুরোধ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে ২৩ দিনের অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও অনির্দিষ্টকালের বন্‌ধ বজায় রাখছে মোর্চা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

প্রসঙ্গত সোমবার ৫৯ তম দিনে পা দিয়েছে মোর্চার পাহাড় বন্‌ধ। ২ মাস অতিক্রান্ত হওয়ার পরও থমথমে পাহাড়। গোর্খাল্যান্ডের দাবিতে মোর্চার আন্দোলন চলছে। লাটে উঠেছে সেখানকার পর্যটন ব্যবসা। লাটে উঠেছে হোটেল থেকে বিভিন্ন দোকান। এমনকি হাতে করে ফেরি করেও পর্যটকদের কাছে জিনিসপত্র বেছে এখানে বহু মানুষ দিন গুজরান করেন। তাঁরাও প্রবল সমস্যায় দিন কাটাচ্ছেন। ফলে পাহাড়ের বাসিন্দাদের একাংশের মধ্যে ইতিমধ্যেই বন্‌ধ ঘিরে ক্ষোভ জমতে শুরু করেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *