State

জল নামছে, হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার, জল

শিলাবতী নদীর জল নামতে শুরু করেছে। কিন্তু এখনও ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলবন্দি। এদিন এনডিআরএফ উদ্ধারকাজে নামে। জলের স্রোত কিছুটা কমায় অনেক জায়গায় নৌকা নিয়ে ঢোকা সহজ হচ্ছে।

এখনও ঘাটালের প্রতাপপুরে বেশ কয়েকটি বাড়িতে বিপজ্জনকভাবে আটকে রয়েছেন জনা ২০ মানুষ। তাঁদের উদ্ধারে গত শুক্রবার বিকেলে বায়ুসেনার হেলিকপ্টার হাজির হলেও তাঁরা সাহস করে দড়িতে ঝুলে হেলিকপ্টারে উঠতে পারেননি। এদিন ঘাটাল থেকে ৯ জন মহিলাকে হেলিকপ্টারের সাহায্যে সুরক্ষিত স্থানে নিয়ে আসা হয়। হেলিকপ্টারের সাহায্যে পৌঁছে দেওয়া হয়েছে খাবার, পানীয় জল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ঘাটালের বহু গ্রাম জলের তলায় রয়েছে। হাওড়ার উদয়নারায়ণপুরের অবস্থারও বিশেষ উন্নতি হয়নি। তবে জল নামতে শুরু করেছে। বাঁকুড়ার বড় অংশ এখনও জলের তলায়। বাঁকুড়া-ঝাড়গ্রাম সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। স্বস্তি একটাই সর্বত্র জল নামতে শুরু করেছে। কিন্তু শেষ এক সপ্তাহে বানভাসি বাংলায় এখনও পর্যন্ত ২৮ প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে কেউ ভেসে গেছেন জলে। কেউ মারা গেছেন সাপের কামড়ে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *