State

সংঘর্ষ, মৃত্যু, আগুন, ফের ভয়ংকর পাহাড়

শুরু হয়েছিল মিরিকে তৃণমূলের দখলে থাকা ওয়ার্ডে মোর্চার মিছিল থেকে। অভিযোগ গত সোমবার বিকেলে মিছিল করার সময় আচমকাই মিছিল থেকে কয়েকজন মোর্চা সমর্থক বেরিয়ে এসে তৃণমূল সমর্থকদের ওপর চড়াও হন। অবস্থা উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয়ে যায় তৃণমূল-মোর্চা সংঘর্ষ। দফায় দফায় সংঘর্ষ রাত পর্যন্ত গড়ায়। এই অবস্থায় পুলিশ এসে রবার বুলেট, কাঁদানে গ্যাস ছুঁড়ে অবস্থা আয়ত্তে আনার চেষ্টা করে। মোর্চার অভিযোগ এই সময়ে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। গুলিতে এক মোর্চা সমর্থকের মৃত্যু হয়। যদিও প্রশাসনের তরফে পুলিশের গুলি চালানোর কথা অস্বীকার করা হয়েছে।

এদিকে মোর্চা সমর্থকের মৃত্যুর প্রতিবাদে এদিন সকালেও মোর্চা সমর্থকদের তাণ্ডব অব্যাহত। অভিযোগ কার্শিয়ংয়ের ১৭ মাইলে একটি পঞ্চায়েত অফিসে আগুন লাগিয়ে দেন মোর্চা সমর্থকেরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে মোর্চা। সবমিলিয়ে পাহাড় থমথমে। এদিকে পরবর্তী রণনীতি স্থির করতে মঙ্গলবার সকালে বৈঠকে বসেন মোর্চা নেতৃত্ব।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *